Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৪ বছরে পা রাখলো বৈশাখী টেলিভিশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৬:২২ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৬:২২ PM

bdmorning Image Preview


সাফল্য ও গৌরবের ১৪ বছরে পা রাখলো বৈশাখী টেলিভিশন। বস্তুনিষ্ঠ সংবাদ, মানসম্মত অনুষ্ঠান আর মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে এগিয়ে চলেছে এদেশের অন্যতম জনপ্রিয় এই স্যাটেলাইট চ্যানেল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে মহাখালীতে বৈশাখী টেলিভিশন কার্যালয়ে অতিথিদের নিয়ে কেক কাটেন প্রধান সম্পাদক ও উপ-ব্যবস্থাপনা পরিচালক টিপু আলম। সুনাম অক্ষুন্ন রেখে আগামীতেও এগিয়ে চলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এদিকে, বৈশাখী টেলিভিশনের বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বস্তুনিষ্ঠ সংবাদ, মানসম্মত অনুষ্ঠান আর মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে প্রতিষ্ঠার তের বছর পূর্ণ করলো বৈশাখী টেলিভিশন। আনন্দ আর উচ্ছাসে পা রাখলো চৌদ্দ বছরে। তবে, জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবছর অনাড়ম্বরপূর্ণ আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে বৈশাখী টেলিভিশন।

বর্ষপূর্তির আনন্দময় ক্ষণ উদযাপনে মহাখালীতে বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে উপস্থিত অতিথিদের সাথে নিয়ে কেক কাটেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও  প্রধান সম্পাদক টিপু আলম। দর্শক, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আগামীতেও বৈশাখী টেলিভিশন মানসম্মত অনুষ্ঠান ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সচেষ্ট থাকবে।

এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল ও কেক দিয়ে বৈশাখী পরিবারকে শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা জানান বিভিন্ন অঙ্গনের ব্যক্তিত্বরা।

মানসম্পন্ন অনুষ্ঠান নিয়ে বৈশাখী টেলিভিশনের অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এমনই শুভকামনা জানান তারা।  

বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানাতে একের পর এক আসছিলেন অতিথিরা। জাতীয় প্রেসক্লাব ও র‌্যাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বৈশাখীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সকলেই প্রত্যাশা ব্যক্ত করেন, দর্শক চাহিদা ও রুচির সমন্বয় ঘটিয়ে বৈশাখীর অগ্রযাত্রা অব্যাহত থাকুক।

Bootstrap Image Preview