Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মহাদেবপুরে বছরের প্রথমদিনেই পালিত হবে বই উৎসব 

ইউসুফ আলী সুমন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ০২:৪৫ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ০২:৪৫ PM

bdmorning Image Preview


নতুন বছরের প্রথমদিন অর্থাৎ ১ জানুয়ারিতে সারাদেশের ন্যায় নওগাঁর মহাদেবপুরে বই উৎসবে মেতে উঠবে শিক্ষার্থীরা। উৎসবমুখর পরিবেশে এদিন প্রতিটি ছাত্রছাত্রীর হাতে তুলে দেয়া হবে নতুন বই। শিক্ষাবর্ষের প্রথম দিনে নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা হবে শিক্ষার্থীদের মন। নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা শিক্ষার্থীর উচ্ছ্বাস ছুঁয়ে যাবে শিক্ষক-অভিভাবকদেরও। এক অপার আনন্দে মেতে উঠবে পুরো উপজেলা। 

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হতে নতুন বই পৌঁছে দেয়ার মাধ্যমে বই উৎসবের জন্য ইতোমধ্যে পাঠ্যবই সংগ্রহের কাজ শেষ করেছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।

ঢাকা থেকে ট্রাকযোগে চাহিদা অনুযায়ী সব বই পৌঁছে গেছে উপজেলা শিক্ষা অফিসে। আর শিক্ষা কর্মকর্তারা পৌঁছে দিয়েছে উপজেলার প্রতিটি বিদ্যালয়ে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাজহারুল ইসলাম জানান, উপজেলায় ১ লাখ ৪৫ হাজার ২'শ ৩০টি পাঠ্যবইয়ের চাহিদা রয়েছে। চাহিদার শতভাগ বই ইতোমধ্যে বিদ্যালয়গুলোতে পৌঁছে দেয়া হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মাধ্যমিকে বইয়ের চাহিদা ২ লাখ ৫১ হাজার ২'শ ৫০ টি, এসে পৌঁছেছে শতভাগ। দাখিলে বইয়ের চাহিদা ৫৬ হাজার ৪'শ ৫০ টি, পৌঁছেছে শতভাগ। ভকেশনাল শাখায় বইয়ের চাহিদা ৭ হাজর, পৌঁছেছে শতভাগ। ইফতেদায়িতে চাহিদা ৩২ হাজার ৭'শ, এসে পৌঁছেছে শতভাগ।

সবকিছু ঠিক থাকলে নতুন বছরের প্রথম দিনেই আনন্দ ও উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে বই উৎসব অনুষ্ঠিত হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের দেয়া তথ্য মতে, চাহিদার শতভাগ বই পৌঁছে দেয়া হয়েছে উপজেলার প্রতিটি স্কুল ও মাদ্রাসায়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান জনান, নতুন বছরের প্রথমদিনেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়া হবে নতুন বই।

একই কথা জানান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাজহারুল ইসলাম। 
 


 

Bootstrap Image Preview