Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'অবাধ-সুষ্ট নির্বাচনের জন্য প্রশাসন প্রস্তুত'

এম. সালাহ উদ্দিন আকাশ, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ১০:৩৩ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ১০:৩৩ PM

bdmorning Image Preview


উখিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার নিকারুজ্জামান চৌধুরী বলেছেন, উখিয়ায় সুষ্ট ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য উপজেলা প্রশাসন সচেষ্টায় রয়েছে।

ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সরকারি অফিসে লাগানো পোস্টার অপসারণ ও আলোকসজ্জা বন্ধ করা হয়েছে। অনিয়ম বন্ধে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। তবুও কেউ যাতে নির্বাচনে আইনশৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড করতে না পারে সেজন্য শান্তি রক্ষায় সবাইকে যার যার অবস্থান থেকে সজাগ থাকতে হবে।

বুধবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নির্বাচন অফিসার ও সরকারি কমিশনার (ভূমি) ফকরুল ইসলাম, উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মান্নান, অধ্যক্ষ মিলন বড়ুয়া ও উখিয়া প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ছেনুয়ারা বেগম, হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজি, মুক্তিযোদ্ধা কমান্ডার পরিমল বড়ুয়াসহ বিজিবি ও প্রশাসনের কর্মকর্তারা।

Bootstrap Image Preview