Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৬ দিন পর দেশে ফিরে এরশাদ কিছুই বললেন না

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ১০:১৫ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ১০:১৫ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ১৬ দিন পর দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বুধবার (২৬ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরেন তিনি। কিন্তু বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি তিনি। দ্রুত গাড়িবহরে চলে যান তিনি। এমকি অপেক্ষমাণ সাংবাদিকরা তার গাড়ি দেখে এগিয়ে গেলেও চালক গাড়ি থামাননি।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতী বলেন, রাত ৯টার পরে আমাদের চেয়ারম্যানকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বের হয়ে এলে নেতা-কর্মীরা তাকে স্বাগত জান‍ান।

এরশাদের সফর সঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও হুসেইন মুহম্মদ এরশাদের পিএ মঞ্জুরুল ইসলাম।

বিমানবন্দরে এরশাদকে স্বাগত জানান তার বিশেষ সহকারী এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির সভাপতি এস এম ফয়সল চিশতী, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু, চেয়ারম্যানের যুববিষয়ক উপদেষ্টা রেজাউল ইসলাম ভূঁঞা, ভাইস চেয়ারম্যান এম এ তালহা, বাহাউদ্দিন আহমেদ বাবুল, নুরুল ইসলাম নুরু, যুগ্ম মহাসচিব শফিকুল ইসলাম শফিক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক কাজী মো. আবুল খায়ের, মো. মিল্টন মোল্লা, মাখন সরকার, যুগ্ম দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান, কেন্দ্রীয় সদস্য মো. আলমগীর কবীর, মিজানুর রহমান দুলাল, মো. মাহাবুবুর রহমান লিপ্টন, এম রফিকুল আলম সেলিম, ছাত্রসমাজের সাবেক সভাপতি শামীম আহমেদ রিজভী, ছাত্রসমাজের সভাপতি মোড়ল জিয়া।

দলীয় সূত্র বলছে, নিয়মিত মেডিকেল চেকআপ করাতেই সিঙ্গাপুর গিয়েছিলেন এইচএম এরশাদ। এর আগে ১০ ডিসেম্বর তিনি সিঙ্গাপুর যান। সিঙ্গাপুর যাওয়ার আগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি ছিলেন।

Bootstrap Image Preview