Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পুলিশকে ‘জানোয়ার’ বলার ব্যাখ্যা দিয়ে যা বললেন ড. কামাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৫:৪০ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৫:৪০ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বৈঠকে পুলিশকে ‘জানোয়ার’বলে সম্বোধন করেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। বিষয়টি ‍নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।

এ বিষয়ে আজ বুধবারে ড. কামাল হোসেনকে সাংবাদিকরা প্রশ্ন করেন, ‘বিভিন্ন মিডিয়ায় এসেছে আপনি পুলিশকে ‘‘জানোয়ার” বলেছেন, এ কথাটি সত্য কি না।’

জবাবে ড. কামাল বলেন, ‘ওই অর্থে তো বলি নাই, পুলিশ মানুষের মতো করে ভূমিকা রাখবে এটা আমরা সবাই আশা করি। ইনফ্যাক্ট আমি যখন সংবিধান লিখি তখন পুলিশকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হয়েছে। পুলিশ ছাড়া একটা সাংবিধানিক শাসন কখনওই চলতে পারে না। পুলিশকে আমি খুব মূল্য দেই, তারা শক্ত ভূমিকা রাখবে তাই আমরা আশা করি। আমার এমন কোনো বক্তৃতা পাবেন না যেখানে আমি পুলিশের প্রশংসা করিনি। পুলিশের যে ইতিহাস ও ঐতিহ্য আমরা ধরে নিচ্ছি তারা সংবিধানের পক্ষে কাজ করবে।’

পুলিশের প্রশংসা করে ড. কামাল আরও বলেন, ‘আমার বাসা রাজারবাগ। ২৫ মার্চ রাতে আমি দেখেছি রাজারবাগ পুলিশ লাইন থেকে জয় বাংলা রণধ্বনিতে পুলিশ কীভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে।’

পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, ‘তারা আমার নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্ন। যারা এসেছিল তারা বলেছেন, যদি আমার নিরাপত্তার প্রয়োজন হয়, তাহলে যেন তাদের জানাই। এছাড়া আর কিছু বলেন নাই। ডিএমপি কমিশনার সাহেবের আসার কথা ছিল, উনি আসতে পারেননি বলে আমাকে ফোন দিয়ে দুঃখ প্রকাশ করেছেন। একটি কাজে আটকে যাওয়ার কারণে উনি আসতে পারেননি।’

নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে ঐক্যফন্টের শীর্ষ এ নেতা বলেন, ‘আপনারা তো দেখতেই পাচ্ছেন নির্বাচনের পরিস্থিতি, আমাদের প্রার্থী এবং নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। ধরপাকড় অস্বাভাবিক পর্যায়ে চলে যাচ্ছে। এমন চিত্র এর আগে কোনোদিন দেখিনি, শুনিওনি। আমরা সবসময় বলি, দাবি করি এবং সংবিধানেও আছে যে, দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেয়ার কথা। এটা নিশ্চিত করা রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব। আমরা সব সময় তাদের এটা স্মরণ করিয়ে দেব। কিন্তু সরকারের কার্যকলাপ দেখে আমরা তাদের ওপর ভরসা পাচ্ছি না।’

Bootstrap Image Preview