Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রতিকূল পরিস্থিতিতেও ভোট দেয়ার সিদ্ধান্তে অটল থাকার আহ্বান মান্নার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৪:০১ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৪:০১ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিকূল পরিস্থিতিতেও ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার সিদ্ধান্তে অটল থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, এই ভোটে যদি গণতন্ত্র জয়ী হতে না পারে, তা হলে স্বৈরতন্ত্র জয়ী হবে এবং লুটপাতের রাজত্ব তৈরি হবে।

দেশ ও জাতির এক গভীর সংকটের সময় হাজির হয়েছেন জানিয়ে বুধবার এক ভিডিওবার্তায় তিনি এ কথা বলেন। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, পরিবর্তনের অঙ্গীকার আমাদের, সিদ্ধান্ত আপনাদের।

ভোটারদের ভোটের সিদ্ধান্তে অনঢ় থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এটি একটি লড়াই। আপনার অধিকার প্রতিষ্ঠা করতে হবে, তাই ভোট দিতে হবে। যে কোনো ধরনের বাধাবিপত্তি আসুক না কেন ভোট আপনার অধিকার। সেটি প্রতিষ্ঠা করার জন্য আপনাকেই লড়াই করতে হবে।’

একাদশ নির্বাচনের গুরুত্ব তুলে ধরে নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, সম্ভবত স্বাধীনতা উত্তরকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। কারণ এ নির্বাচনেই সমগ্র জাতির সামনে প্রশ্ন এসেছে-দেশে গণতন্ত্র থাকবে কিনা।

কেন্দ্রে বিশৃঙ্খলা এড়িয়ে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেন্দ্রে প্রতিপক্ষ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। গণতন্ত্রের ভিত্তিতে সেগুলো মোকাবেলা করে বিজয় অর্জন করতে হবে। তাই ভোটের দিন সকালে নিজের পরিবার-পরিজন নিয়ে ভোট দিতে যাবেন, ভোট দেবেন। ভোটের ফল জানারও আহ্বান জানান তিনি।

৫ জানুয়ারির একতরফা ভোটের বিষয়টি উল্লেখ করে মান্না বলেন, ‘পাঁচ বছর আগে ৫ জানুয়ারি, ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনের নামে এক ঐতিহাসিক প্রহসন হয়েছিল। তারপর পাঁচ বছর কেটে গেছে। সীমাহীন দুর্নীতি, লুটপাট, গুম, খুন ইত্যাদির মধ্য দিয়ে। এই পাঁচ বছরে উন্নয়নের নামে অবাধ লুটপাট হয়েছে, কর্মসংস্থান হয়নি, বেকারত্ব দূর হয়নি, সাড়ে ৮ কোটি কর্মক্ষম মানুষের মধ্যে চার কোটি বেকার শিক্ষিত যুবক, এক কোটি বেকার এবং দেশে সুশাসন নেই, গণতন্ত্র নেই দেশে একের পর এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’

ভোটারদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘এই ভোটে যদি গণতন্ত্র জয়ী হতে না পারে, তা হলে স্বৈরতন্ত্র জয়ী হবে এবং লুটপাটের রাজত্ব তৈরি হবে।’

Bootstrap Image Preview