Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডা. কামাল হোসেনের নিরাপত্তায় পুলিশ ফোর্স দেয়ার প্রস্তাব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ০২:৫৫ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ০২:৫৫ PM

bdmorning Image Preview


ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের নিরাপত্তায় আজ থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত তার সঙ্গে পুলিশ ফোর্স দেয়ার প্রস্তাব করেছেন মতিঝিলের ডিসি আনোয়ার হোসেন।

বুধবার দুপুরে ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ প্রস্তাব দেন তিনি।

সাক্ষাত শেষে আনোয়ার হোসেন বলেন, আমরা ড. কামাল হোসেনের সঙ্গে রুটিন ডিউটি হিসেবে সৌজন্য সাক্ষাত করেছি। তার নিরাপত্তার কথা বিবেচনা করে তার সঙ্গে পুলিশ ফোর্স রাখার প্রস্তাব দিয়েছি।

সৌজন্য সাক্ষাতে আনোয়ার হোসেন ছাড়াও ডিসি কামরুজ্জামান, এডিসি শিবলি নোমানসহ পুলিশের ১৫ জন শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, দুপুর ১টার সময় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ডিএমপি কমিশনার মো. আসাদুজ্জামান মিয়ার নেতৃত্বে  মতিঝিলের ডিসি আনোয়ার হোসেন, ডিসি কামরুজ্জামান, এডিসি শিবলি নোমানসহ  ১৫ জন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ কর্মকর্তারা ছিলেন। 

Bootstrap Image Preview