Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গণমাধ্যমকর্মীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ১২:৪৪ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ১২:৪৪ PM

bdmorning Image Preview


ঢাকার নবাবগঞ্জে একটি হোটেলে অবস্থানরত গণমাধ্যমকর্মীর ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সংবাদকর্মীরা। এ সময় সাংবাদিক নেতারা অবিলম্বে দোষীদের গ্রেফতার করে বিচার ও শাস্তি দাবি করেন।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য খায়রুজ্জামান কামালের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, রাজু আহমেদ ও সৈয়দ শুক্কুর আলী শুভ।

এছাড়াও উপস্থিত ছিলেন-ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি আতিকুর রহমান চৌধুরীসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।মানববন্ধন পরিচালনা করেন-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য শেখ মামুনুর রশীদ।

মানববন্ধনে বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীদের ওপর যে হামলা, দমন, নিপীড়ন চলছে তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। নবাবগঞ্জে সাংবাদিকদের ওপর যে হামলা হয়েছে তার নিন্দা ও প্রতিবাদ জানান সাংবাদিক নেতারা।

হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে নেতারা বলেন, সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে। তাদের শাস্তি নিশ্চিত করতে হবে।

নির্বাচনে যেন আর কোনো সাংবাদিক হামলার শিকার না হন এর জন্য সরকারের পক্ষ থেকে নিশ্চয়তার দাবি জানানো হয় মানববন্ধনে।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে দোহার উপজেলা চেয়ারম্যানকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Bootstrap Image Preview