Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমি গণসংযোগে বের হলেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে: হিরো আলম

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ১২:২৬ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ১২:৩২ PM

bdmorning Image Preview


নির্বাচনী গণসংযোগে যেখানেই যাচ্ছি, সেখানেই হাজার হাজার মানুষ জড়ো হচ্ছেন। আমি বের হলেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তার মিউজিক ভিডিওর নায়িকারা এখন নির্বাচনী প্রচারে অংশ নিতে চান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী হিরো আলম এভাবেই মন্তব্য করেছেন।

এ বিষয়ে তিনি বলেন, আমি প্রায় ৫০০ ভিডিও করেছি। তা হলে আমার নায়িকারাও ৫০০-এর মতোই হবে। যদি আমার হিরোইনদের (নায়িকা) মাঠে নামাই, তা হলে পরিস্থিতি আরও বেসামাল হয়ে পড়বে। তখন আর কিছুই নিয়ন্ত্রণে থাকবে না। এ কারণেই তাদের মাঠে নামতে দিচ্ছি না। তবে নায়িকারা মাঠে নামতে চাইছে।

প্রসঙ্গত, বগুড়া-৪ আসনে জাতীয় পার্টি থেকে নির্বাচন করতে চেয়েছিলেন আলোচিত অভিনেতা হিরো আলম। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেন। ইসিতে আপিল করেও প্রার্থিতা ফিরে পাননি হিরো আলম। পরে হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট তার মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন। পরে হিরো আলম বলেন, ইসিকে হাইকোর্ট দেখিয়ে ছাড়লাম।

Bootstrap Image Preview