Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিরাজদিখানে বিএনপি-আ.লীগের পাল্টাপাল্টি অভিযোগ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮, ১০:৪৪ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮, ১০:৪৪ PM

bdmorning Image Preview
প্রতীকী


মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের নামে পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার (২৪ ডিসেম্বর) রাতে মুন্সীগঞ্জ-১ আসনের মহাজোট প্রার্থী ও বিকল্প ধারার যুগ্ম-মহাসচিব মাহী বি. চৌধুরীকে প্রধান অভিযুক্ত করে ১৮-১৯ জন নেতাকর্মীর নামে একটি অভিযোগ দায়ের করেন ওই আসনের বিএনপি দলীয় প্রার্থী শাহ-মোয়াজ্জেম হোসেন।

অভিযোগে উপজেলার বড় পাউলদিয়া গ্রামে সোমবার দুপুরে শাহ-মোয়াজ্জেম তার গাড়িবহরে হামলা ও ভাঙচুর করার কথা উল্লেখ করেন। সিরাজদিখান থানার ওসি মো. ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, একই রাতে সিরাজদীখান থানায় বিএনপির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লাকে প্রধান অভিযুক্ত করে দলীয় ১৮-২০ নেতাকর্মীর নামে পাল্টা অভিযোগ পত্র দায়ের করেছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন চোকদার।

এ অভিযোগে বড় পাউলদিয়া গ্রামে সোমবার দুপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা ও মারধর করার অভিযোগ আনা হয়েছে।

Bootstrap Image Preview