Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাতক্ষীরার চারটি আসনেই সন্ত্রাসী কর্মকাণ্ডসহ হাজারো অভিযোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮, ০৮:২৩ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮, ০৮:২৩ PM

bdmorning Image Preview


রাহাত রাজা, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা চারটি আসনের বিভিন্ন স্থানে বাড়িঘর ভাংচুর, বোমা নিক্ষেপ, পোস্টার লাগানোয় বাধা, মারপিট, প্রার্থীর বাড়ি চারপাশে সন্ত্রাসীসহ বিচ্ছিন্ন নানা ঘটনা ঘটেছে।

সাতক্ষীরা-১ আসনের পাটকেলঘাটায় আওয়ামী লীগের নির্বাচনী প্রচার অফিসে বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে কে বা কারা এই বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ১১টার দিকে এক দল দুর্বৃত্ত পাটকেল আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে অফিসে অগ্নিসংযোগ ও বোমা হামলা করে পালিয়ে যায়। তিনি আরো জানান, রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

এ দিকে সাতক্ষীরা-২ আসনের জাতীয় পার্টি প্রার্থী শেখ মাতলুব হোসেন লিয়ন মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সাথে ক্ষোভ প্রকাশ করে জানান, আমরা মহাজোটের শরিক দল অথচ আওয়ামী লীগ ও যুবলীগ নেতা-কর্মীরা আমাদেরকেও ছাড় দিচ্ছেন না।

তিনি বলেন, আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার আবাদেরহাট এলাকায় আমার লাঙ্গল প্রতীকের পোস্টার লাগানোর সময় যুবলীগের সাইফুল ইসলামের নেতৃত্বে একদল যুবক তার দুই কর্মী আলতাফ হোসেন ও শহিদুল ইসলামকে মারপিট করেছে। গুরুতর আহত অবস্থায় শহিদুলকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া জনৈক খাটাল লতিফের নেতত্বে সোমবার বাঁশদহা, রেউই বাজার ও হাওয়ালখালিতে ল্ঙ্গালের প্রচারে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরো বলেন, সাতক্ষীরায় সেনাবাহিনী অবস্থান নেয়ার পরও তাদের এ ধরনের কার্যকলাপ মেনে নেয়া যায় না।

অপরদিকে, সাতক্ষীরা-৪ আসনের কাশিমাড়িতে ধানের শীষ প্রতীকের পোষ্টার লাগানোর ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা সানাউল্লাহ ও মহসিনের নেতত্বে তাদের কয়েক সহযোগী সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেনসহ কয়েকজনের বাড়ি ভাংচুর করেছে। পুলিশের উপস্থিতিতে মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আনোয়ার।

এ ছাড়া সাতক্ষীরা-১ আসনের বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের বাড়ির সামনে একদল যুবক লাঠিসোটা নিয়ে অপেক্ষায় রয়েছে। তারা তার বাড়ির চারপাশে অবস্থান নিয়ে আতংক সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন হাবিব। তিনি এ বিষয়ে নির্বাচন কমিশনকেও জানিয়েছেন বলে জানান।

অপরদিকে, সাতক্ষীরা-৩ আসনের বিএনপির প্রার্থী ডা. শহিদুল ইসলাম জানান, তার নির্বাচনী এলাকায় তার কমী-সমর্থকদের বাড়ি বাড়ি যেয়ে পুলিশ ও আওয়ামী নেতা-কর্মীরা হানা দিয়ে তল্লাশী চালাচ্ছে ও প্রতিনিয়ত হুমকি ধামকি দিচ্ছে এবং বাড়িঘর ভাংচুর করছে।

তিনি আরো জানান, গত ৪৮ ঘন্টায় তার ৪ জন কর্মী-সমর্থককে কোন ওয়ারেন্ট ছাড়াই পুলিশ গ্রেফতার করেছে। তিনি এ বিষয়ে রির্টানিং অফিসার ও জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানিয়েছেন।

Bootstrap Image Preview