Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাংবাদিকদের উপর হামলার নিন্দা জানিয়েছেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮, ০৬:০৭ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮, ০৬:০৭ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


গতকাল সোমবার ঢাকার নবাবগঞ্জে একটি হোটেলে অবস্থানরত যুগান্তর ও যমুনা টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীদের ওপর একদল সশস্ত্র সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার(২৫ ডিসেম্বরের) সন্ধায়  বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন সাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, কেবল দেশের বিরোধী দলগুলোর নেতাকর্মীদের উপরই নয়, সত্য প্রকাশের জন্য গণমাধ্যমের উপরও অত্যাচার চালাতে সরকার দ্বিধা করছে না। গতকাল সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে সরকার আবারও প্রমান করলো তাদের বিরুদ্ধাচরণ করলে কারো নিস্তার নেই। তাকে হয় মামলা, গ্রেফতার অথবা শারীরিকভাবে হামলা ও নির্যাতনের শিকার হতে হবে। সরকার আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ছাত্রলীগ-যুবলীগের ক্যাডারদের হানাদার বাহিনীতে পরিণত করেছে। আর তারই ফলশ্রুতিতে দেশের গণতান্ত্রিক অধিকার আদায়ে আন্দোলনরত বিরোধী দলের নেতাকর্মী ও সত্যঅনুসন্ধানী সাংবাদিকদেরকেও রক্তাক্ত করতে কুন্ঠিত হচ্ছে না।

ফখরুল আরো বলেন, গতকাল সাংবাদিকদের ওপর আওয়ামী ছাত্রলীগ-যুবলীগের ন্যাক্কারজনক হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি।

এতে যুগান্তরের নিখোঁজ সাংবাদিক শামীম খানকে অবিলম্বে জনসমক্ষে হাজির করে সুস্থাবস্থায় তার পরিবারের নিকট ফিরিয়ে দেয়ারও জোর দাবি জানান তিনি।

Bootstrap Image Preview