Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লক্ষ্মীপুরে পিইসি ও জেএসসিতে কমেছে জিপিএ৫ ও পাশের হার!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮, ০৪:১২ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮, ০৮:২৫ PM

bdmorning Image Preview


আরিফ চৌধুরী শুভ।।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে জেলাশহরগুলো থেকে কিছুটা পিছিয়ে আছে লক্ষ্মীপুরের মফস্বলের বিদ্যালয়গুলো। এ জেলায় ১০৯৫ টি প্রাথমিক বিদ্যালয়ের পিইসির গড় পাশের হার ৬৭.৯৫ শতাংশ, ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় পাশের হার ৬২.৮৮ শতাংশ এবং জেএসসিতে গড় পাশের হার ৮৫.৬৫ শতাংশ। পুরো জেলায় শতভাগ পাশ করা বিদ্যালয়ের সংখ্যা ৭৪৪টি।

এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী ২৯৫২৯ শিক্ষার্থীর মধ্যে ২৭৩১৩ জন উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ২৯৩৪ জন। ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ৮১৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৯০৫ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ২০৪ জন। জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষায় ৮৯৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৯৪১ জন উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ সালেহ ও জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সরিৎ কুমার চাকমা বিডিমর্নিংকে এ তথ্য জানান।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রমতে, লক্ষ্মীপুরে রায়পুর, রামগঞ্জ, রামগতি, কমলনগর এবং সদর উপজেলাসহকারে মোট ৫টি উপজেলা রয়েছে। এই ৫টি উপজেলার মধ্যে ২০১৮ সালের জেএসসি পরীক্ষায় সদর উপজেলার ১০৬৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫২১ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১১৩ জন। পাশের হার শতকরা ৯০ ভাগ।

রায়পুর উপজেলার ৩৮৯২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩৪৮ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৩০ জন। পাশের হার ৮৬.০২ শতাংশ।

রামগঞ্জ উপজেলায় ৪৭৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪১৫৬ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৮৬.৬৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২৪ জন শিক্ষার্থী।

রামগতি উপজেলায় ৩৩৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪৬০ জন পাশ করেছেন। পাশের হার ৭৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন এর মধ্যে ১০ জন।

কমলনগর উপজেলায় ১৯৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬৩৭ জন উত্তীর্ণ হয়। পাশের হার ৮১.৯৭ শতাংশ। জিপিএ-৫  পেয়েছেন ২১জন।


 

 

Bootstrap Image Preview