Bootstrap Image Preview
ঢাকা, ১৭ সোমবার, জুন ২০২৪ | ৩ আষাঢ় ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে গাছ পড়ে শিশুর মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮, ০৪:০৮ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮, ০৪:০৮ PM

bdmorning Image Preview


বান্দরবানের লামা উপজেলায় গাছ পড়ে এক শিশু নিহত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার আজিজনগর ইউনিয়নে মুসলিম পাড়া বয়রাতলী এলাকায় গাছ কাটার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আকতার হোসেন (১০) ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর পাড়ার মোজাফ্ফর হোসেন মিন্টুর ছেলে।

নিহত শিশুর পিতা মোজাফ্ফর হোসেন মিন্টু বলেন, ইউনিয়নের মুসলিম পাড়ার বয়রাতলী এলাকায় আজিজ উদ্দিন ফ্যাক্টরির একাশি বাগানের গাছ কাটছিল কয়েকজন শ্রমিক। এসময় কয়েকজন শিশু সেখানে লাকড়ি কুড়াচ্ছিল। এসময় একটি একাশি গাছ এসে আমার ছেলে আকতার হোসেনের মাথার উপর পড়ে। তখন ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আজিজনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) হুমায়ন কবির বলেন, লাশ পুলিশের হেফাজতে রয়েছে। লামা থানা হতে পুলিশের এসআই গিয়াস উদ্দিন আসছেন। সুরহাতাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে

Bootstrap Image Preview