Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাকার বাইরে নির্বাচন পর্যবেক্ষণে মাঠে থাকতে চায় শত কূটনীতিক

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮, ১১:৩৫ AM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮, ১১:৩৫ AM

bdmorning Image Preview


রাজধানী ঢাকায় বসে ভোট দেখার চেয়ে ঢাকার বাইরে যাওয়ার আগ্রহই বেশি রাষ্ট্রগুলোর ঢাকাস্থ দূতাবাস ও হাইকমিশনের প্রতিনিধিদের। আসন্ন একাদশ জাতীয় নির্বাচন সরেজমিনে দেখতে ভোটের মাঠে যাচ্ছেন বাংলাদেশের বন্ধু-উন্নয়ন সহযোগী রাষ্ট্রের প্রতিনিধিরা।

নির্বাচন কমিশনের পর্যবেক্ষক কার্ড চেয়ে আবেদন করেছেন ফ্রান্স দূতাবাসের চারজন, জাপানের নয়জন, স্পেনের একজন, ডেনমার্কের তিনজন, নরওয়ের দুইজন, জার্মানির আটজন, নেদারল্যান্ডসের চারজন ও সুইজারল্যান্ডের ছয়জন কূটনীতিক।

ইতোমধ্যে বিষয়টি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে অ্যাক্রিডিটেশন বা অনুমতিপত্র চেয়ে আবেদন করেছেন। একইসাথে কূটনীতিকদের নিরাপত্তা দেয়ার বিষয়েও সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে।

ঢাকার বিভিন্ন মিশন থেকে প্রায় একশজন কূটনীতিক ও কর্মকর্তা ভোটের দিনে মাঠে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন সূত্র নিশ্চিত করেছে।

ভোটের মাঠে যেতে আগ্রহী কূটনীতিকদের মধ্যে বাংলাদেশে আসা নতুন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, উপ-রাষ্ট্রদূত জুয়েল রিফম্যান, পলিটিক্যাল কাউন্সেলর বিল মুয়েলারসহ দূতাবাসের সিনিয়র কূটনীতিক এবং মার্কিন দাতব্য সংস্থা ইউএসএআইডির অন্তত ৪০ জন কর্মকর্তা মাঠ পরিস্থিতি পর্যবেক্ষণের প্রস্তুতিতে রয়েছেন।

এ ছাড়া জার্মান রাষ্ট্রদূত পিটার ফাহরেনজোল্জ এবং ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন প্রধান রাষ্ট্রদূত রেন্সজে তেরিঙ্কও ভোটের মাঠে যাওয়ার আগ্রহ দেখিয়েছে বলে জানা গেছে।

সরকারের কাছে নিরাপত্তা চাওয়ার পাশাপাশি নিজেদের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা করছেন কূটনীতিকরা।

এদিকে এশিয়া ফাউন্ডেশনসহ ৪টি সংস্থার ৩২ জনের পৃথক আবেদন রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া তিনজনের একটি পর্যবেক্ষক দল বাংলাদেশে পাঠাবে বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

Bootstrap Image Preview