Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তালায় নির্বাচন নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

এসএম বাচ্চু, তালা প্রতিনিধি:
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৯:৪২ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৯:৪২ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে তালা উপজেলার প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারদের দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে তালা সরকারি কলেজের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এসএম মোস্তফা কামাল।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, যেকোন মুল্যে সাতক্ষীরা-১ আসনে নির্বাচনে ভোটাররা যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন সেদিকে খেয়াল রাখা হবে। শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য প্রিজাইডিং অফিসারদের নির্দেশ দেন তিনি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা অপূর্ব কুমার বিশ্বাসের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো.সাজ্জাদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচনী নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস, র‌্যাব-৬ সাতক্ষীরা ইনচার্জ মেজর মাহবুব রহমান খাঁন, আনসার ভিডিপির জেলা এ্যাডজুডেন্ট কে এম মনিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার অপু সরোয়ার, তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল ও পাটকেলঘাটা থানা রেজাউল ইসলাম রেজা প্রমুখ।

Bootstrap Image Preview