Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিকল্পধারার ইশতেহারও প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের প্রতিশ্রুতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৭:১০ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৭:১০ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের প্রতিশ্রুতি দিয়ে আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে বিকল্পধারা বাংলাদেশ।

উন্নয়ন হোক তোমার হৃৎপিণ্ড, গণতন্ত্র হোক তোমার আত্মা- জেগে ওঠো দুর্বার বাংলাদেশ শীর্ষক স্লোগানে ইশতেহার প্রণয়ন করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের অন্তর্ভুক্ত দল বিকল্পধারা বাংলাদেশ।

সোমবার দুপুরে রাজধানীর হোটেল লেকশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী ইশতেহার ঘোষণা করেন।

এ সময় বহুল আলোচিত ভারসাম্য প্রসঙ্গে বিকল্পধারা প্রতিশ্রুতি দিয়েছে মন্ত্রিসভায় ভারসাম্য আনা হবে।

ইশতেহারে বলা হয়েছে, ‘শুধু সংখ্যার ভিত্তিতে আমরা ভারসাম্যের কথা বলিনি; এখনও বলি না। ভারসাম্য প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে আনতে হবে। মন্ত্রিসভায়ও ভারসাম্য আনতে হবে (বিশেষজ্ঞ বিভাগগুলোতে টেকনোক্রেট নিযুক্তির সাহায্যে) এবং মন্ত্রিসভায় মহিলাদের সংখ্যা শতকরা ২০ ভাগ উন্নতি করে, কৃষক-শ্রমিক ও যুবশক্তি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে মন্ত্রিসভায় ভারসাম্য আনা যেতে পারে।’

বি চৌধুরী ইশতেহার প্রসঙ্গে বলেন, ‘বিকল্পধারা বাংলাদেশ গণতন্ত্র ও স্বাধীনতা সংগ্রামের লক্ষ্য এবং স্বপ্নকে ভিত্তি করে রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ হন এবং ২ লাখ মা-বোনের সম্ভ্রম, রক্ত ও অশ্রুর বিনিময়ে মহান মুক্তিযুদ্ধ রক্তে রঙিন হয়েছিল। সেহেতু আমাদের দল ও জোট গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, বাক-স্বাধীনতা, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ আন্তরিকভাবে গণতন্ত্রমনা, সবাই চান আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের (ডিসেম্বর ৩০, ২০১৮) মাধ্যমে তাদের মতামত সঠিকভাবে প্রতিফলিত হোক। আমরা যুক্তফ্রন্ট গঠন করেছি একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে, যেখানে গণতন্ত্র থাকবে সর্বস্তরে এবং অর্থনৈতিক উন্নয়ন হবে আমাদের চূড়ান্ত লক্ষ্য।’

Bootstrap Image Preview