Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমরা সরকারে না আসলে চলমান উন্নয়ন বন্ধ হয়ে যাবে: প্রধানমন্ত্রী

হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮, ১২:১০ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮, ১২:১০ PM

bdmorning Image Preview


যদি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চান তবে নৌকা মার্কায় ভোট দিন। নৌকায় ভোট দিলে আমরা আবার সরকার গঠন করে উন্নয়নের ধারা অব্যাহত রাখবো। আমরা সরকারে না আসলে এই চলমান উন্নয়ন বন্ধ হয়ে যাবে। 

উত্তরাঞ্চলের পীরগঞ্জ থেকে দিনাজপুর অভিমুখে সড়ক পথে যাত্রাকালে রবিবার (২৩ ডিসেম্বর) নির্বাচনী এলাকা দিনাজপুর- ৫ আসনের দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী আরো বলেন, আমরা সরকারে এসে ১০ বছরে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করেছি। পুনরায় ক্ষমতায় আসলে একটি সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ গড়বো। উন্নয়নের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে ৩০ তারিখের নির্বাচনে পুনরায় নৌকায় ভোট দিয়ে আবারো দেশ বিনির্মাণে সহযোগীতা করুন।

এ সময় তিনি দিনাজপুর- ৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজারকে পুনরায় নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সভাপতি ওমর ফারুক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ ও  দিনাজপুর- ৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকবালুর রহিম এমপি।

এছাড়া প্রধানমন্ত্রীর আগমনের পূর্বে পথসভায় বক্তব্য রাখেন, দিনাজপুর- ৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ স্থানীয় নেতৃবৃন্দ। 

নির্বাচনী পথসভা সফল করতে বিকেল ৩ টা থেকে ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে পথসভা স্থলে সমবেত হয়। বেলা গড়ার সাথে সাথেই পথসভা স্থলে কয়েক হাজার নেতাকর্মী সমবেত হয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে পথসভা স্থল।

 

Bootstrap Image Preview