Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোম্পানীগঞ্জে নৌকার পক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের গণসমাবেশ

নুর উদ্দিন মুরাদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮, ১০:৪২ AM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮, ১০:৪২ AM

bdmorning Image Preview


'স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের দিন শেষ, মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবে বাংলাদেশ' এ শ্লোগানকে সামনে রেখে উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে নৌকার পক্ষে ভোট চেয়ে গণসমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রবিবার (২৩ ডিসেম্বের) সন্ধ্যায় উপজেলার বসুরহাট পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহব্বায়ক মু. আব্দুল হালিম রকির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আবৃ্ত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহ্কাম উল্যাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আ'লীগের সাংস্কৃতিক সম্পাদক ও বিশিষ্ট অভিনেত্রী রোকেয়া প্রাচী, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কেন্দ্রীয় আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম-আহব্বায়ক এড. নাজমা কাওসার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নোয়াখালী শাখার সাধারণ সম্পাদক এডভোকেট এমদাদ হোসেন কৈশর, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি নূরুল করিম জুয়েল, উপজেলা মহিলা আ'লীগের সাধারণ সম্পাদক নাজমা আক্তার শিপা, বসুরহাট পৌর মহিলা আ'লীগের সভানেত্রী পারভীন আক্তার মুরাদ, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন মুক্তা ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শওকত আজিম জাবেদ প্রমুখ। 

Bootstrap Image Preview