Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র আহত, আটক ১

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৯:৩১ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৯:৩১ PM

bdmorning Image Preview
প্রতীকী


ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজশিক্ষার্থী রুবিন মিয়া গুরুতর আহত হয়েছে। এ ঘটনার সময় ছাত্রের চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারী জালাল (২৪) আটক করে।

আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ভৈরব মেঘনা নদীর পাড়ে এ ঘটনাটি ঘটে। শিক্ষার্থী রুবিন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পানিশ্বর গ্রামের চাউল ব্যবসায়ী মোঃ কামরুল ইসলামের ছেলে। ছিনতাইকারী ভৈরব শহরের চন্ডিবের গ্রামে খোকন মিয়ার ছেলে।

এ ঘটনায় ভৈরব থানা পুলিশকে খবর দিয়ে ছিনতাইকারীকে পুলিশের নিকট সোপর্দ করা হয়। আহত ছাত্র রুবিনকে রাত সাড়ে ৭টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আশুগঞ্জ সার কারখানার কলেজছাত্র রুবিন আজ রবিবার বিকেলে ভৈরব মেঘনা পাড় এলাকায় বন্ধুদের সাথে বেড়াতে আসে। ঘোরাঘুরি করতে গিয়ে সন্ধ্যা হয়ে গেলে জালালসহ ছিনতাইকারী একটি দল তার দুই সহযোগী ওই ছাত্রকে ছুরির ভয় দেখিয়ে তার একটি মোবাইল ও পকেটের টাকা পয়সা জোর করে চিনিয়ে নিতে চাইলে সে বাধা দিয়ে চিৎকার শুরু করে।

এ সময় তাকে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাকে ধরে ফেললেও দু'জন সহযোগী পালিয়ে যায়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

ভৈরব থানার উপ-পরিদর্শক মোঃ শহীদুল্লাহ জানান, আটককৃত জালাল এলাকার চিহ্নিত ছিনতাইকারী। অভিযোগ দিলে তার বিরুদ্ধে থানায় মামলা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Bootstrap Image Preview