Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, মে ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিরামপুরকে জেলা বাস্তবায়নে বিবেচনা করা হবে: প্রধানমন্ত্রী

সৈয়দ রোকনুজ্জামান রোকন, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৯:০০ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৯:০০ PM

bdmorning Image Preview


'আপনারা নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করুন, বিরামপুর জেলা বাস্তবায়নে বিবেচনা করা হবে। যারা এতিমের টাকা আত্মসাৎ করে, তাদের পরিহার করুন' বলে জানিয়েছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (২৩ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনী সফরে রংপুরের তারাগঞ্জ ও পীরগঞ্জ উপজেলা পথসভা শেষে দিনাজপুর-৬ আসনের নবাবগঞ্জে ডাকবাংলো চত্ত্বর এবং বিরামপুরের ঢাকা মোড়ে আওয়ামী লীগের আয়োজনে পথসভায় সংক্ষিপ্ত বক্তৃতায় প্রধামন্ত্রী শেখ হাসিনা এ কথাগুলো বলেন।

এ পথ সভায় দিনাজপুর-৬ আসনে ২য় বার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিবলী সাদিক এমপির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য খালিদ মাহমুদ, যুবলীগের সভাপতি ওমর ফারুক।

আরো বক্তব্য রাখেন- নবাবগঞ্জ উপজেলা আ'লীগের সহ:সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক আতাউর রহমান, ঘোড়াঘাট উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাফে খন্দকার শাহেন শাহ্ প্রমুখ।

এ পথসভায় প্রধানমন্ত্রী নৌকার প্রার্থী এমপি শিবলী সাদিককে হাত ধরিয়ে বিপুল ভোটে বিজয়ী করার আহব্বান জানান।

নবাবগঞ্জের পথসভা শেষে প্রধানমন্ত্রী বিরামপুর ঢাকা মোড়ের পথ সভায় সৃষ্ট জনসমুদ্র সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর কবির নানক, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, খালিদ মাহমুদ চৌধুরী ও ছাত্রলীগের সভাপতি রেজাওয়ানুল হক শোভন প্রমুখ।

Bootstrap Image Preview