Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তালায় বাড়িঘর ও দোকানপাটে দুর্বৃত্তদের হামলা, আহত ৫

এসএম বাচ্চু, তালা প্রতিনিধি:
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৮:৪৬ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৯:০৪ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের পরানপুর গ্রামে হামলা চালিয়ে বাড়িঘর ও দোকানপাট ভাংচুর করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গিয়ে আহত হয়েছেন ৪ জন।

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের ঐক্যফ্রন্টের প্রাথী হাবিবুল ইসলাম হাবিব এ অভিযোগ করে বলেন, এই আসনের ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুৎফুল্লাহ এই হামলার জন্য দায়ী। আমার উপস্থিতিতে আজ রবিবার সকালে আমার কর্মী-সমর্থকদের ওপর এই হামলার ঘটনা ঘটে।বিষয়টি মৌখিকভাবে পুলিশ সুপারকে জানানো হয়েছে।

এলাকাবাসী জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার স্থানীয় কিছু দুবৃর্ত্তরা এলাকার কিছু বাড়িতে হামলা চালায়। এরপরই গ্রামবাসী বাবুকে (ছদ্দনাম) মারধর করে। এ ঘটনার জেরে আজ রবিবার ওই এলাকায় আবারও দুবৃর্ত্তরা ওসমান গনি বিশ্বাস, ইউনুস বিশ্বাস, মোকলেছুর বিশ্বাস, মাসুম বিশ্বাস, আল আমিন ও আনিসুর রহমান বিশ্বাসের বাড়িতে হামলা করে ভাংচুর করে। তারা হামিদুল, জাকির, জামানুল ও মারুফ বিল্লাহর দোকানপাট ভাংচুর করে। ভাংচুরে বাধা দিতে গেলে তারাও মারপিটের শিকার হয়ে ৪ জন আহত হন। অন্তসত্বা এক মহিলাকে তাড়িয়েছে দুবৃর্ত্তরা।

ওয়ার্কর্স পার্টি নৌকা প্রতিকের প্রাথী এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ জানান, আমি ওই এলাকায় ভোট চাইতে গিয়ে শুনি কিছু নামধারী দুবৃর্ত্তরা অসহায় মানুষের বাড়িতে হামলা করেছে। তাদের ভিতরে এক মহিলা কে আমি ২ হাজার টাকা প্রদান করে এসেছি ও প্রকৃত দোষীদের গ্রেফতার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনুরোধ করছি।

খবর পেয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন ও তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে ওসি মেহেদি রাসেল জানান, 'তুচ্ছ বিষয় নিয়ে এ ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি শান্ত।'ঘটনাস্থলে ওয়ার্কর্স পার্টির নৌকা প্রতিকের প্রার্থীর উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, 'এটা সত্য নয়। প্রার্থী ওই এলাকায় এসেছিলেন নির্বাচনী মিটিং করার জন্য।'

Bootstrap Image Preview