Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচন: নাটোরে পৌঁছেছে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৭:৩৮ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৭:৩৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাটোরের ৪টি আসনের আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

আগামিকাল সোমবার সকাল থেকে সেনা সদস্যরা তাদের দায়িত্ব পালন শুরু করবেন।

রবিবার দুপুরে বগুড়ার মাটির ঢালী সেনানিবাস থেকে সেনাবাহিনীর একটি দল নাটোরে এসে পৌঁছায়। এ সেনাবাহিনীর নেতৃত্বে রয়েছেন অধিনায়ক লে. কর্নেল মোস্তফা আরিফ পিএসপি।

নাটোরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহরিয়াজ সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবেন। আজ দুপুরে বগুড়ার মাটির ঢালী সেনানিবাস থেকে ১৭ প্যারা ব্যাটালিয়নের একটি পদাতিক দল নাটোরে এসে পৌঁছায়।

নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান বলেন, নাটোরে ৪১৭ জন সেনা সদস্য অবস্থান নিয়েছেন। নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সোমবার সকাল থেকে নাটোরের ৪টি নির্বাচনী এলাকায় সেনা সদস্যরা টহল দেবেন।

Bootstrap Image Preview