Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপি ক্ষমতায় গেলে আমার মায়ের বিচার বাস্তবায়ন হবে না: পাপন

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৭:৩৭ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৭:৩৭ PM

bdmorning Image Preview


'খুনীদেরকে বাঁচাতে বিএনপি এবার নির্বাচনে জনগণের কাছে ভোট চাইছে। ২১ আগষ্ট গ্রেনেড হামলায় তারা আমার মা আইভি রহমানসহ ২৪ জনকে নির্মমভাবে হত্যা করে এবং একই ঘটনায় ৫শ' আওয়ামী লীগের নেতাকর্মী আহত হয়ে আজ পঙ্গুত্ব বরণ করেছে। এ ঘটনায় তারেক রহমানসহ অপরাধীদের বিচারের রায় ঘোষণা হলেও রায় বাস্তবায়ন হয়নি। বিএনপি ক্ষমতায় গেলে আমার মায়ের বিচার বাস্তবায়ন হবে না।'

আজ রবিবার বিকালে ভৈরব উপজেলার শিবপুর খেলার মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত  নির্বাচনী পথসভায় তার বক্তব্যে এসব কথা বলেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব, কুলিয়ারচর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজমুল হাসান পাপন।

বিএনপি কখনোও দেশের উন্নয়নের রাজনীতি করে না। তারা হত্যা, লুণ্ঠন জঙ্গিবাদে বিশ্বাসী উল্লেখ করে তাদেরকে ভোট না দেবার আহ্বান জানিয়েছেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. উসমান এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সাবেক এপিএস অধ্যাপক লুৎফর রহমান ফুলু, সাবেক এপিএস সাখায়াত উল্লা, আতিক আহমেদ সৌরভ প্রমুখ।

এর আগে গত শনিবার বিকেলে ভৈরবের শিমুলকান্দিতে এক পথসভায় পাপনের ছোট বোন তানিয়া ও ময়না নির্বাচনী প্রচারণা করেন।

অপরদিকে, আজ রবিবার বিকেলে পৌর শহরের তাঁতারকান্দি এলাকায় নাজমুল হাসান পাপনের পক্ষে ঢাকা মহানগর (উত্তর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ঈসমাইল হোসেন এক নির্বাচনী সভায় এবার নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।

কিশোরগঞ্জ-৬ (ভৈরব, কুলিয়ারচর) আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে প্রতিদিন নাজমুল হাসান পাপন দুই উপজেলায় সমানতালে প্রচার চালিয়ে যাচ্ছেন। গণসংযোগ করে ভোটারদের কাছে ভোট প্রার্থনাসহ দোয়া চাইছেন।

এই আসনে তার প্রতিদ্বন্দি প্রার্থী হলো বিএনপির মনোনিত শরীফুল আলম। তার ভাঙা পা নিয়ে তিনিও প্রচারণা চালাচ্ছেন। তবে তার নেতাকর্মীদেরকে খুব একটা মাঠে দেখা যাচ্ছে না। বিএনপির কর্মীরা মামলা, হামলায় পুলিশের ভয়ে অনেকেই পলাতক। এই আসনে আওয়ামী লীগ কর্মীরা মাঠে সগরম হয়ে কাজ করছে।

Bootstrap Image Preview