Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শামীম ওসমানের নির্বাচনী সভায় ভোট চাইলেন বিএনপি নেতা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৭:০১ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৭:০১ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম ওসমানের নির্বাচনী সভায় যোগ দিয়ে তাঁর পক্ষে নৌকায় ভোট চেয়েছেন বিএনপির নেতা মনিরুল আলম ওরফে সেন্টু চেয়ারম্যান। মনিরুল ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

গতকাল শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটিতে শামীম ওসমানের ওই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

এদিকে নৌকার পক্ষে চেয়ারম্যান মনিরুলের ভোট চাওয়ায় তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি করছেন বিএনপি নেতাকর্মীরা। এই আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা মনির হোসাইন কাসেমী।

এ ব্যাপারে মনিরুল আলম সেন্টু বলেন, এলাকায় অনেক উন্নয়ন করেছেন শামীম ওসমান। যেহেতু আমাদের দলের কোনো প্রার্থী নেই, তাই আমরা তাঁকে সমর্থন জানিয়েছি।

এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ বলেন, এটা দলের শৃঙ্খলাবিরোধী কাজ। এটা তিনি করতে পারেন না। কেউ যদি ধানের শীষে ভোট না চেয়ে নৌকা মার্কাকে সমর্থন দেন, তাহলে তো বিবেক অনুযায়ী নিজ থেকে দলে থাকাই উচিত না।

দলের শীর্ষ নেতৃবৃন্দ তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানিয়েছেন তিনি।

পঞ্চবটির এবি ভেজিটেবল ওয়েল মাঠের ঐ জনসভায় শামীম ওসমান দাবি করেন, ২০০১ সালের ১৬ জুন চাষাঢ়া আওয়ামী লীগের অফিসে বোমা হামলায় বিএনপির অনেক নেতা মামলার আসামি হয়েছেন। ওই ঘটনায় করা মামলায় তৈমুর আলম খন্দকার আসামি হলেও প্রকৃতভাবে তিনি জড়িত না। প্রকৃতভাবে বোমা হামলায় যারা জড়িত, তাদের মধ্যে কয়েকজন জেলহাজতে রয়েছে। ১৬ জুনের মতো যেন নারায়ণগঞ্জের কোনো স্থানে কিছু না ঘটে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ-৪ আসনটি নারায়ণগঞ্জ সদর উপজেলার পাঁচটি ইউনিয়নসহ (কতুবপুর, ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর ও বক্তাবলী) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ থেকে ১০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৬ লাখ ৫৩ হাজার ৬৩৯ জন। জেলার পাঁচটি আসনের মধ্যে এ আসনেই সবচেয়ে বেশি ভোটার। জেলার সবচেয়ে বড় ইউনিয়ন কুতুবপুর ইউনিয়নে মোট ভোটার প্রায় পৌনে ২ লাখ।

Bootstrap Image Preview