Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাজছে দলীয় থিম সং, নেচে গেয়ে ভোট চাইলেন নারী নেত্রীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৬:৪৮ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৬:৪৮ PM

bdmorning Image Preview


গাজীপুর কালীগঞ্জের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করছে ৫ টনের একটি ট্রাক। এর মধ্যে সাউন্ড সিস্টেম ও একদল নারী নেত্রী এবং বাজছে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় থিম সং হিসেবে খ্যাত 'জয় বাংলা, জিতবে এবার নৌকা', 'শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন'। আর তাতে স্থানীয় নারী নেত্রীরা নেচে গেয়ে একাকার।  

একইসঙ্গে গানের ফাঁকে ফাঁকে নারী নেত্রীরা মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেহের আফরোজ চুমকির স্থানীয় উন্নয়নের কথা তুলে ধরছেন এবং নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছেন।

এদিকে রবিবার (২৩ ডিসেম্বর) প্রতিমন্ত্রী চুমকি তার নির্বাচনী এলাকা নগরী ও বাহাদুরসাদী ইউনিয়নে কয়েকটি উঠান বৈঠক, পথসভা ও কর্মীসভা করেছেন। প্রতিটি নির্বাচনী অনুষ্ঠানেই সাধারণ ভোটার, তৃণমূল নেতৃবৃন্দের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। 

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেহের আফরোজ চুমকি (নৌকা) ছাড়াও এ আসনে রয়েছে, আরও ৪ জন প্রার্থী। তাঁরা হলেন- বিএনপির একেএম ফজলুল হক মিলন (ধানের শীষ), জাতীয় পার্টির রাহেলা পারভীন শিশির (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান (হাতপাখা) ও জাকের পার্টির মোহাম্মদ আমিনুল ইসলাম মাহমুদ (গোলাপ ফুল)। 

Bootstrap Image Preview