Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শার্শায় ইমাম ও মোয়াজ্জিনদের সাথে শেখ আফিলের মতবিনিময়

শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৫:৪৪ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৫:৪৪ PM

bdmorning Image Preview


যশোরের শার্শা উপজেলার সকল ইমাম ও মোয়াজ্জিনদের সাথে নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দীন এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার সময় শার্শা সরকারি পাইলট হাইস্কুল মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।    

শার্শা উপজেলার মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি (জমিয়াতুল মুদাররেসিন) মাওলানা আব্দুল ওয়াহবের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নৌকা মার্কার প্রার্থী শেখ আফিল উদ্দীন এমপি।

এসময় আরো উপস্থিত ছিলেন, বেনাপোল স্থলবন্দর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল লতিফ, নাভারণ কেন্দ্রীয় জামে মসজিদ আব্দুল সামাদ কাশেমী, বেনাপোল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ ইলিয়াস মাওলানা, বাঁগআঁচড়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফসিয়ার রহমান, শার্শা উপজেলার ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মঞ্জু, যশোর জেলার শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ-দৌলা অলোক, উপজেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, উপজেলার ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শার ইউপি সদস্য সোহারাব হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল প্রমুখ। 

প্রধান অতিথি তার বক্তব্যে আগামী নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের দিকে সতর্ক রেখে কেউ যেন ইমাম মুয়াজ্জিনদের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সকলকে খেয়াল রাখার আহবান জানান।

Bootstrap Image Preview