Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উখিয়ায় প্রতিদিন আটকে যাচ্ছে মালবাহী গাড়ি, বাড়ছে জনদুর্ভোগ

সালাহ উদ্দিন আকাশ, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৪:৩৮ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৪:৩৮ PM

bdmorning Image Preview


রোহিঙ্গার ভারে নুয়ে পড়া কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কের কোটবাজার, উখিয়া, বালুখালী, পালংখালীসহ বিভিন্ন স্থানে খানা-খন্দকের কারণে প্রতিদিন আটকে যাচ্ছে মালবাহী গাড়ি। এর ফলে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়ে বাড়ছে জনদুর্ভোগ।

রবিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় উখিয়ার পালংখালী স্টেশনের উত্তরে মালবাহী ভারী ট্রাক ও কার্গো সার্ভিসকে পাশাপাশি আটকে থাকতে দেখা গেছে।

এই স্থানে এমন দৃশ্য প্রতিদিন দেখা যায় বলে বিডিমর্নিংকে জানালেন স্থানীয় ছাত্রলীগ নেতা মনিরুল হাসান। হাসান বলেন, প্রতিদিন সকালে বাসা থেকে বের হতে দেখি এ দৃশ্য তবে সংশ্লিষ্ট প্রশাসন এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ না করায় প্রতিদিন যানজট সৃষ্টি হচ্ছে ও বাড়ছে জনদূর্ভোগ। জনদূর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন তিনি।

এনজিওকর্মী রাইহান বিডিমর্নিংকে জানান, উখিয়া-টেকনাফ সড়কে সকালে মালবাহী গাড়ি চলাচল করায় অফিস টাইমে যানজট সৃষ্টি হয় ফলে চাকরিজীবীরা যথাসময়ে অফিসে পৌঁছাতে পারে না। মালবাহী গাড়ি চলাচলের সময় নির্ধারণ করে দেওয়া গেলে যানজট ও জনদুর্ভোগ কমবে বলে মনে করেন তিনি। এ ব্যাপারে তিনি উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরীর সু-দৃষ্টি কামনা করেছেন।

পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বিডিমর্নিংকে বলেন, পালংখালী স্টেশনের উত্তরে গাড়ি আটকে থাকা স্থানটি তার উদ্যোগে কয়েকবার ইট-কনক্রিট দিয়ে ভরাট করলেও তা স্থায়ী হচ্ছে না। বড়ং আবারো গর্ত হয়ে যাচ্ছে ফলে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। তিনি জনদুর্ভোগ নিরসনে সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।

Bootstrap Image Preview