Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নৌকা মানুষের বন্ধু, বিপদের বন্ধু: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮, ০৫:০৬ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮, ০৫:০৬ PM

bdmorning Image Preview


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকা মানুষের বন্ধু, বিপদের বন্ধু। সেই হযরত নুহ আ. এর আমলে যখন বন্যা হয়েছিল তখন মানুষ নৌকাতে করেই রক্ষা পেয়েছিল আল্লাহর রহমতে। আওয়ামী লীগের নৌকা সেই নৌকা। কারণ এই নৌকাতে ভোট দিয়ে জনগণ বাংলাদেশ পেয়েছে।

তিনি আজ বিকেলে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় এ কথা বলেন।

তিনি বলেন, নৌকায় ভোট দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। নৌকায় ভোট দিয়ে মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার পেয়েছি।

শেখ হাসিনা বলেন, আপনারা নৌকায় ভোট দিয়েছিলেন বলেই ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছে। দেশের উন্নয়ন তরান্বিত করা সহজ হয়েছে। ২০২১ সালে আমরা প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেব। কোন ঘর অন্ধকার থাকবে না।

তারা বাংলাদেশকে ভিক্ষুকের দেশে পরিণত করেছিল। বিশ্বের মানুষকে বাংলাদেশকে ভিক্ষুকের দেশ, দুর্ভিক্ষের দেশ, জলোচ্ছাসের দেশ। কিন্তু এখন বাংলাদেশ মানে উন্নয়নের দেশ। উন্নতির দেশ। সমৃদ্ধির দেশ। সম্মানের দেশ।

Bootstrap Image Preview