Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শেখ হাসিনাকে নিয়ে গান গাইলেন কামরান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮, ০৪:৫৫ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮, ০৪:৫৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাজার জিয়ারত ও নির্বাচনী জনসভায় যোগ দিতে শনিবার সিলেটে যান আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মাজার জিয়ারত শেষে সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ করে বিকাল সাড়ে ৩টার দিকে সিলেট আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন তিনি।

আলীয়া মাঠে জনসভাস্থলে শেখ হাসিনার গাড়িবহর পৌঁছামাত্র তাকে নিয়ে গান ধরেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। ‘ঝিলমিল ঝিলমিল করেরে শেখ হাসিনার নাও’ গানের সুরে সুরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান কামরান।

সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা মহাজোট হয়ে নির্বাচন করছি। আমাদের প্রার্থী শুধু নৌকাই নয়, আমাদের লাঙ্গলের প্রার্থীও আছে। লাঙ্গল মার্কায় ভোট দেন, সব লাঙ্গল নৌকায় নিয়ে আসব।

তিনি বলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্প করেছি। হাওড় অঞ্চলের উন্নয়নে কাজ করছি। হাওড় অঞ্চলে বহুমুখী কাজ করার ব্যবস্থা করছি। আমরা প্রত্যেকটা মানুষের ভাগ্য বদলে কাজ করে যাচ্ছি। তারুণ্যই শক্তি, তরুণরদের নিউএই উন্নয়নের পথে এগিয়ে যেতে চাই।সিলেট উন্নয়নে অনেক কর্মসূচি হাতে নিয়েছি। সিলেটের মানুষ যাতে সুন্দরভাবে বসবাস করতে পাড়ে সেভাবে আমাদের কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, মানবজাতিকে রক্ষা করেছিল নূহ নবীর নৌকা, সেই নৌকায় ভোট দিয়ে বাংলাদেশ স্বধিন হয়েছে। এই নৌকায় ভোট দিয়ে বাংলাদেশকে স্বচ্ছল করেছি। আজ বাংলাদেশ মানে উন্নয়ন। বাংলাদেশ মানে উন্নয়নের রোল মডেল।

‘জাতীর পিতা আমাদের স্বাধীনতা দিয়েছে। বিশ্বের কাছে আমরা মাথা উচু করে চলব, মাথা নিচু করে নয়। আমি দুর্নিতি করতে আসিনি, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে এসেছি।‘

প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছর পর নির্বাচনী জনসভায় যোগ দিতে শনিবার সিলেট পা রাখেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Bootstrap Image Preview