Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জেলের জালে ১৪০ কেজি ওজনের বাঘাইড়, দাম ৩ লক্ষ ৫০ হাজার টাকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮, ০২:০৫ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮, ০২:০৫ PM

bdmorning Image Preview


সিলেটের জকিগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীতে  জেলেদের জালে ধরা পড়েছে ১৪০ কেজি ওজনের একটি বাঘাইড়। মাছটি বিক্রির জন্য শুক্রবার সিলেট নগরের বন্দরবাজার এলাকার লালবাজারে নিয়ে আসেন মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন।

আজ শনিবার সকালে মাছটি কেটে প্রতি কেজি আড়াই হাজার টাকা দরে বিক্রি করা হচ্ছে। সে হিসেবে মাছটির দাম দাঁড়ায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা।

এর আগে গতকাল আনোয়ার হোসেন জানান, বিক্রির জন্য মাছটি তিনি ওজন করেছেন। পুরো মাছটির দাম এখনো নির্ধারণ করা হয়নি। মাছটি দেখতে মানুষের ভিড় জমেছে। অনেকে আবার নিজেদের ব্যবহৃত মুঠোফোন নম্বর তালিকাভুক্ত করে ব্যবসায়ী আনোয়ার হোসেনের কাছে দিচ্ছেন, যাতে পরে মাছ কিনতে পারেন। বিক্রি করতে সিলেট নগরে মাইকিং করা হয়।

মাছ দেখতে আসা ব্যবসায়ী রাসেল আহমদ গতকাল জানান, বাঘাইড় মাছের গায়ে বাঘের মতো ডোরাকাটা দাগ আছে। স্থানীয় লোকজন এই মাছকে বাঘ মাছ বলেও ডাকেন। ১৪০ কেজি ওজনের বাঘ মাছ বাজারে আনা হয়েছে—এমন মাইকিং শুনে দেখতে এসেছেন। তিনি আরও জানান, দুই কেজি মাছ কিনতে নাম লিখিয়ে রেখেন।

Bootstrap Image Preview