Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সরকারি কর্মকর্তাদের টেলিফোন করে হুমকি দিচ্ছে বিএনপি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮, ০৫:৩৫ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮, ০৫:৩৫ PM

bdmorning Image Preview
প্রতীকী


সরকারি কর্মকর্তাদের টেলিফোন করে বিএনপি নেতারা হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের প্রার্থী মাহবুবউল আলম হানিফ।

শুক্রবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নে নিজের নির্বাচনী প্রচার ও গণসংযোগকালে হানিফ এ অভিযোগ করেন।

তিনি বলেন, বিএনপি এবার কৌশল পাল্টেছে। তারা এখন বিভিন্ন সরকারি কর্মকর্তাকে হুমকি দিচ্ছে। টেলিফোনে হুমকি দিচ্ছে। চিঠি দিয়েও হুমকি দিচ্ছে।

‘প্রাণনাশের ভয় দেখিয়ে, নির্বাচন প্রক্রিয়াতে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করতে চান তারা। তবে যে কোনো রকমের সন্ত্রাস দমনে সরকার বদ্ধপরিকর। এই ধরনের হুমকি-ধমকি দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করা যাবে না।’

নির্বাচনের দিন জাল ব্যালট ছাপিয়ে বিএনপি পরিবেশ নষ্ট করতে পারে বলেও মন্তব্য করেছেন হানিফ।

আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, একটি ভুয়া ব্যালট পেপার নিয়ে কিছু সিল মেরে বাইরে ফেলে রেখে বলল-যে ব্যালট পেপার এখান থেকে চুরি হয়েছে বা ছিনতাই হয়েছে। এখন এইটি কী আসল ব্যালট পেপার না নকল, এটি যাচাই করা সংবাদমাধ্যমের পক্ষে সম্ভব হয় না।

Bootstrap Image Preview