Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধুনটে ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০ শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮, ০৪:৫১ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮, ০৪:৫১ PM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট উপজেলায় 'প্রচেষ্টা স্বাবলম্বী সংস্থা'র উদ্যোগে চৌকিবাড়ি ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত মোট ৩০০ শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২১ ডিসেম্বর) পাঁচথুপী নছরতপুর জাহের আলী উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে ১০০ নম্বরের উক্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশগ্রহণকারী ৩০০ শিক্ষার্থীর মধ্য থেকে ৩০জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। 

প্রচেষ্টা স্বাবলম্বী সংস্থার পরিচালক ফিরোজ আহম্মেদ, সহকারি পরিচালক ফরিদ উদ্দিন ও নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধায়নে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় কেন্দ্র সচিব হিসাবে দায়িত্বে ছিলেন, পাঁচথুপী নছরতপুর জাহের আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীম, পাঁচথুপী নছরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বহুলুল হক রুবেল, সহকারী সচিব ইমরুল কায়েস খান। 

পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবে দায়িত্বে ছিলেন, পাঁচথুপী নছরতপুর জাহের আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল খালেক ও অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বদিউজ্জামান তালুকদার মিল্টন, আব্দুল মজিদ।

এছাড়া কক্ষ পরিদর্শক ছিলেন, শিক্ষক রেজভী আহম্মেদ, সৈয়দ রশিদ, ইবনে ইসলাম, শফিকুল ইসলাম, আব্দুল রাজ্জাক, নুরুল ইসলাম ও আরমান হোসেন প্রমুখ। 
 

Bootstrap Image Preview