Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শীতে কাঁপছে উপকূলীয় জনপদ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮, ০৪:০৮ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮, ০৪:০৯ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় উপকূলীয় এলাকা বরগুনার পাথরঘাটায় বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। তীব্র শীতে সবচেয়ে দুর্ভোগে পড়েছে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ।

স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ জীবিকার তাগিদে কর্মজীবী ও শ্রমজীবী মানুষ শীত উপেক্ষা করে বের হলেও, শীতের তীব্রতায় অশেষ কষ্ট-দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

সকালে প্রচুর কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারদিক। দিনের মাঝামাঝি সময় সূর্যের দেখা মিললেও কমছে না শীতের তীব্রতা। শীত বেড়ে যাওয়ায় ফুটপাতের দোকানসহ বিপনী বিতান গুলোতে শীতবস্ত্র ক্রয় করতে ক্রেতাদের বেশ ভিড় বেড়েছে। গরম কাপড়ের অভাবে এবং শীতের প্রকোপ থেকে সাময়িক রক্ষার জন্য খড়ের আগুনের উষ্ণতা নিচ্ছেন অনেকেই। বিশেষ করে বৃদ্ধ ও শিশুরা নিধারুন কষ্টে দিন যাপন করছে।

হাসপাতাল গুলোতে প্রতিদিন বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। কোল্ড ডায়রিয়া, সর্দি-কাশি, জ্বর, নিউমোনিয়াসহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে অনেক রোগী। 

এদিকে তীব্র শীতকে উপেক্ষা করে নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছে প্রার্থীরা। শীতজনিত কারনে কৃষি ক্ষেতেও বিভিন্ন রোগ-বালাই দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে আলুসহ বিভিন্ন ফসলের।

Bootstrap Image Preview