Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রচারণা বাদ দিয়ে ভাঙন ঠেকাতে শ্রমিকদের সাথে এমপি জগলুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮, ০৩:১৭ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮, ০৩:১৭ PM

bdmorning Image Preview


নির্বাচনী প্রচারণায় অংশ নেয়া বাদ দিয়ে বেড়িবাঁধের ভাঙন রোধে মাথায় ঝুড়ি নিয়ে শ্রমিকের কাজ করলেন সাতক্ষীরা-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান এমপি এসএম জগলুল হায়দার।

আজ শুক্রবার ভোরে শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের ঘোলা নামক স্থানে খোলপেটুয়া নদীর বেঁড়িবাধে ভাঙন দেখা দেয়। সকালে সংবাদটি শোনামাত্রই ঘোলায় চলে যান এমপি জগলুল।

এ প্রসঙ্গে এমপি জগলুল বলেন, প্রতিদিনের মতো আজকেও আমার নির্বাচনী প্রচারে বের হওয়ার কথা ছিল। কিন্তু সকালে বেড়িবাঁধের ভাঙনের খবর শোনার পর সেখানে পৌঁছে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করি। ভাঙন ঠেকাতে স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণকারী এলাকাবাসীর সাথে কাজে লেগে যাই। তাদের কাজে উৎসাহ যোগাতে নিজে মাথায় মাটির ঝুড়ি বহন করে কাজ করি।

তিনি আরও বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মোবাইলে কথা বলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছি। সকলকে মনে সাহস রাখার অনুরোধ করি। একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে বেড়িবাঁধের ভাঙন রোধ করতে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কথা দেই।

Bootstrap Image Preview