Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মৌলভীবাজার-৪: সরে দাঁড়ালেন গণফোরাম প্রার্থী শান্তি পদ

হৃদয় দেবনাথ
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৭ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৭ PM

bdmorning Image Preview


মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের গণফোরাম মনোনীত প্রার্থী এডভোকেট শান্তি পদ ঘোষ তাঁর প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে শহরের একটি রেষ্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে দলীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তিনি এ ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে গণফোরামের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. শান্তিপদ ঘোষ বলেন, আমার দল গণফোরামের সর্বোচ্চ নেতৃবৃন্দ হতে প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করেন বলে অবহিত করা হলে নির্বাচনী এলাকায় আমার সমর্থনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। পরবর্তীতে জাতীয় ঐক্যফ্রন্টের চুড়ান্ত প্রার্থীতা ঘোষণার মাধ্যমে আমাকে মনোনীত না করায় আমার কর্মী, সমর্থক ও ভোটারদের মধ্যে হতাশার সৃষ্টি হয়। বিরাজমান এ অবস্থায় আমি দলীয় প্রতীক উদীয়মান সূর্য মার্কা নিয়ে নির্বাচনে অবতীর্ণ হলে ঐক্যফ্রন্টের অধিকাংশ কর্মী সমর্থক আমার পক্ষে নিষ্ক্রিয় হয়ে পড়ে।

এ অবস্থা বিবেচনায় নির্বাচনে প্রতিদ্বন্ধিতা থেকে বিরত থাকার জন্য আমার শুভ্যানুধায়ী, দলের স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ঘনিষ্ঠজনদের সু-পরামর্শে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে উদীয়মান সূর্য প্রতীক নিয়ে নির্বাচনী সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি।

এ সময় গণফোরামের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি রাসেন্দ্র দত্ত, সাধারণ সম্পাদক সৈয়দ ছায়েদ আহমদ, গণফোরাম নেতা আজিজুর রহমান, আব্দুল মোবিন তফাদারসহ জেলা ও কমলগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ আসনে বিএনপি মনোনীত জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব নির্বাচনী লড়াইয়ে অংশ নিয়েছেন।

Bootstrap Image Preview