Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকলের সহযোগিতা চাইলেন শাওন

সাদির হোসেন রাহিম, তজুমদ্দিন প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮, ০৫:০৭ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮, ০৫:০৭ PM

bdmorning Image Preview


'ভোলা-৩ আসনে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের স্বাগতম। ভোটের মাঠে আমি থাকবো তারাও থাকবে। গণতান্ত্রিক পন্থায় নির্বাচনী আইন, বিধি-নিষেধ মান্য করে যার যার ভোটাধিকার, দলীয় প্রচারণা, পথসভাসহ সকল প্রকার প্রচার-প্রচারণা উভয়ই করবে তাতে কোন প্রকার বাধা বা প্রতিবন্ধকতা অন্তত আমার নেতাকর্মীরা করবে না। জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করবে। একটি সুশৃঙ্খল ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।'

বুধবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সোনাপুর ইউপি পরিষদ চত্বরে অনুষ্ঠিত পথসভা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ দলীয় প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি দলীয় প্রার্থী মেজর হাফিজ নির্বাচনি প্রচারণার নামে লালমোহনে এসে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছেন। ২০০১ সালের মতো নির্মমভাবে আওয়ামী লীগ কর্মীদের উপর হামলা চালিয়েছেন। বর্তমান সরকারের আমলে যে পরিমাণ উন্নয়ন হয়েছে উন্নয়নের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য তিনি জনগণকে আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, যুবলীগ সাধারণ সম্পাদক আবদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Bootstrap Image Preview