Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮, ০২:১৯ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮, ০২:১৯ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৩০ ডিসেম্বর (রবিবার) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়। ফলে নির্বাচনের দিন দেশের সব অফিস-আদালত বন্ধ থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক সারাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ৩০ ডিসেম্বর সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

এর আগে ১৭ ডিসেম্বর নির্বাচন কমিশন ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।

Bootstrap Image Preview