Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপি-জাপার ৫ শতাধিক নেতাকর্মী আ’লীগে যোগদান 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮, ০১:২৪ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮, ০১:২৪ PM

bdmorning Image Preview


গাজীপুরের কালীগঞ্জে বিএনপি-জাপার ৫ শতাধীক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। গত ২ দিনে আ’লীগের মনোনীত প্রার্থী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি’র একাধীক নির্বাচনী উঠান বৈঠকে বিএনপি-জাপার নেতা-কর্মীরা আ’লীগে যোগদান করেন।

আ’লীগে যোগদানকৃত নেতাকর্মীরা হলেন, কালীগঞ্জ থানা বিএনপির সদস্য আলমগীর হোসেন বাচ্চু, শ্রমিক দল সভাপতি মূসা মিয়া, জাসাস প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম খোকন, কালীগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক মো. মোশারফ হোসেন, পৌর যুবদল সহ-সভাপতি সেলিম মাহমুদ, আব্দুল হামিদ, বিএনপি নেতা ফারুক আহমেদ, আজমত আলীর নেতৃত্বে বিএনপির ৩ শতাধীক ও কালীগঞ্জ উপজেলা ছাত্র সমাজের সাবেক সভাপতি শফিকুল ইসলাম ইকবাল, সাংগঠনিক সম্পাদক সুশান্ত চন্দ্র ঘোষ, জাপা নেতা শাহজাহান মিয়ার নেতৃত্বে ২ শতাধীক নেতাকর্মী প্রতিমন্ত্রী চুমকির হাতে ফুলের তোড়া দিয়ে আ’লীগে যোগদান করেন।

এদিকে বৃহস্পতিবার দিনভর প্রতিমন্ত্রী চুমকি তার নির্বাচনি এলাকার মোক্তারপুর ইউনিয়নে উঠান বৈঠক, কর্মীসভা ও পথসভা করেছেন।

বিএনপি নেতা ব্যবসায়ী ফারুক আহমেদ জানান, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে উন্নয়ন বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কর্মীবান্ধব প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি’র প্রতি আস্থা রেখেই তারা বিএনপিতে যোগ দিয়েছেন। একই কথা বলেন জাপা নেতা শফিকুল ইসলাম ইকবাল।

নতুন যোগদান বিএনপি-জাপা নেতৃবৃন্দের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী চুমকি বলেন, বিএনপির আদর্শ হলো সন্ত্রাসী কর্মকান্ড ও বিশৃঙ্খলা সৃষ্টি করা। এই দলের প্রতি সাধারন মানুষ তাদের আস্থা হারিয়ে ফেলেছে। বিএনপির প্রতি বিশ্বাস রাখতে পারছে না তার দলের নেতাকর্মীরা। দলের নেতাকর্মীদের বিপদে-আপদে বিএনপি তাদের পাশে কখনো ছিল না। তাই বিএনপির নেতাকর্মীরা বঙ্গবন্ধুর আদর্শের প্রতি আস্থা রেখে আ’লীগের পতাকাতলে ফিরে আসছে। যারা আ’লীগে যোগদান করেছে তাদের আন্তরিকভাবে সাধুবাদ জানাই।

Bootstrap Image Preview