Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'নৌকাই পারে ফরিদপুরের উন্নয়ন ও শান্তি দিতে'

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ১০:১৬ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ১০:১৬ PM

bdmorning Image Preview


ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নৌকা মানেই শান্তি, নৌকা মানেই উন্নয়ন।  ঙ্গবন্ধুর নৌকা প্রতীকে ভোট দিলে দেশবাসী উন্নয়ন পাবে। নৌকাই পারে ফরিদপুরের উন্নয়ন ও শান্তি দিতে।

বুধবার (১৯ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নের উত্তর মাহমুদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গত ১০ বছরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের আমলে দেশের প্রতিটি জনপদ একেকটি শান্তি ও উন্নয়নের জনপদে পরিণত হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিগত জোট সরকারের আমলে ফরিদপুরে যখন বাজার থেকে এক কেজি কাঁচামরিচ নিয়ে কেউ নিরাপদে বাড়ি যেতে পারতেন না। পথে ছিনতাই হয়ে যেত। নতুন বাড়ি নির্মাণ করতে গেলে চাঁদা দিতে হতো। মাস শেষে বেতন নিয়ে সরকারি কর্মচারীরা বাড়িতে যেতে পারতেন না। আজ সেখানে মানুষ নিরাপদে আছে, শান্তিতে রয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। তাই মানুষ আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শান্তি ও উন্নয়ন অব্যাহত রাখবেন।

মোশাররফ হোসেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে আরো বলেন, শেখ হাসিনা ক্ষমতায় না এলে এ অঞ্চলের উন্নয়ন বন্ধ হয়ে যাবে। এই কারণে নিজেদের স্বার্থে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

স্থানীয় আওয়ামী লীগ নেতা মো.জাহিদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, আলিয়াবাদ ইউপি চেয়ারম্যান গোলাম ওমর ফারুক প্রমুখ।

সভা মঞ্চে মন্ত্রীর বড় মেয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার খন্দকার শাহরিন হোসেন পিঙ্কি উপস্থিত ছিলেন। তবে তিনি কোনো বক্তব্য দেননি। পরে মন্ত্রী ফরিদপুর সদরের কৃষ্ণপুর, কানাইপুর এবং শহরাঞ্চলের বিভিন্ন স্থানে নির্বাচনী সভায় বক্তব্য দেন।

Bootstrap Image Preview