Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মৌলভীবাজার-৪ আসনে মহাজোট প্রার্থীর গণসংযোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৯:২৫ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৯:২৫ PM

bdmorning Image Preview


আওয়ামী লীগ মনোনীত মহাজোটের প্রার্থী উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি এলাকায় গণসংযোগ ও নির্বাচনী পথসভা করেছেন।

বুধবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের রাজদিঘীর পার বাজার, নয়াবাজার, শ্রীরামপুর, শহীদনগর বাজার, শ্রীসুর্য্য রথের টিলা, আলীনগর চা বাগান ও শমশেরনগর চা বাগান এলাকায় তিনি গণসংযোগ করেন।

পরে রাতে তিনি শমশেরনগর বাজারে ব্যবসায়ীদের সাথে গণসংযোগ শেষে শমশেরনগর রেলস্টেশন সংলগ্ন মাঠে নির্বাচনী পথসভায় যোগদান করেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আওয়ামী লীগ মনোনীত মহাজোটের প্রার্থী উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ কমলগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের নির্বাচনী মতবিনিময় সভায় যোগদান করেন।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো: দুরুদ আলীর সভাপতিত্বে এবং সহ-সভাপতি মো: আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক রফিকুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জাতীয় পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী মহাজোট প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন। এর আগে পৌর ভবনে মহাজোট প্রার্থী কমলগঞ্জ উপজেলার ইমাম-মোয়াজ্জ্বেনদের সাথে একটি মতবিনিময় সভায় যোগদান করেন।

এসব অনুষ্ঠানে মহাজোটের প্রার্থী উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। পুনরায় আওয়ামী লীগ বিজয়ী হলে গ্রাম হবে শহর। তাই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

Bootstrap Image Preview