Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামের আসনগুলো উপহার চাইলেন প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৬:৫৬ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৬:৫৬ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


চট্টগ্রাম প্রতিনিধি:

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্দরনগরী চট্টগ্রামের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিন। আপনারা চট্টগ্রামের ১৬টি সংদীয় আসন যদি আমাকে উপহার দিতে পারেন তাহলে বর্তমানে চট্টগ্রামে উন্নয়নের যে ধারা চলছে তার ছেয়ে আরো বেশী উন্নয়ন ঘটানো হবে।

বুধবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানী ধানমন্ডির সুধাসদন থেকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চট্টগ্রামের লালদিঘী মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত চট্টগ্রামের ১৬টি আসনে সংসদ সদস্য প্রার্থীদের পরিচিতি সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা সেইভাবে পরিকল্পনা নিয়ে কাজ করছি। আবারও ক্ষমতায় আসলে বৃহত্তর চট্টগ্রামে উন্নয়নের রোল মডেলে পরিণত করবো। নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আরেকবার দেশ সেবা করার সুযোগ পেলে ঢাকা-চট্টগ্রাম বুলেট ট্রেন চালুর প্রতিশ্রুতিও দেন। যাতে দ্রুত সময়ের মধ্যে ঢাকা চট্টগ্রাম আসা যাওয়া করা যায়। সেজন্য আমি চট্টগ্রামবাসীর দোয়া চাই। তিনি সবার প্রতি আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

বক্তব্যে তিনি মঈনুদ্দিন খান বাদলের বক্তব্যের সূত্র ধরে বলেন, বাংলাদেশকে এখন আর কেউ ফকিরের দেশ বলে না। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। দুর্নীতিবাজ, মানি লন্ডারারদের আমলে এদেশ পরিচিত ছিল এক নম্বর দুর্নীতিগ্রস্থ দেশ, দরিদ্র, ক্ষুধা আর খরার দেশ। এখন আর তা কেউই বলে না।

এ সময় তিনি চট্টগ্রাম নেতৃবৃন্দকে এক মিনিট করে বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানালে চট্টগ্রাম-১ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী মঈনুদ্দিন খান বাদল, চট্টগ্রাম-৭ আসনের প্রার্থী ড. হাসান মাহমুদ, মহানগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বক্তব্য রাখেন।

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের সঞ্চালনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের আগে চট্টগ্রামের অভূতপূর্ব উন্নয়ন এবং আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার নিয়ে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।  বিকাল ৩টা ৩৫ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে বক্তব্য শুরু করেন।

বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়ন প্রসঙ্গে বলেন, আওয়ামী লীগ জনগণকে দেয়া অঙ্গীকার পূরণ করেছে। আমরা একে একে যুদ্ধাপরাধীর বিচার কাজ বাস্তবায়ন করে জাতিকে অভিশাপমুক্ত করেছি। ২০০৮ সালে বলেছিলাম ডিজিটাল বাংলাদেশ করব। আজ বাংলাদেশ ডিজিটাল। আমরা অনলাইনে কেনাকাটা, যোগাযোগ থেকে শুরু করে দৈনন্দিন অনেক কাজ করছি।

প্রধানমন্ত্রীর বক্তব্য শুরুর আগে অনুষ্ঠান মঞ্চে চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান এবং চট্টগ্রাম-৯ আসন প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

পরিচিতি সমাবেশ উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের প্রার্থী ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-১০ (হালিশহর) আসনের প্রার্থী ডা. আফছারুল আমীন, চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড) আসনের প্রার্থী দিদারুল আলম, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনের প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনের প্রার্থী মইনুদ্দীন খান বাদল, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের প্রার্থী নজিবুল বশর মাইজভান্ডারী, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের প্রার্থী সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া) আসনের প্রার্থী আবু রেজা নদভী, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের প্রার্থী মাহফুজুর রহমান মিতা।

সমাবেশস্থলে আরো উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরীসহ নেতা-কর্মীরা।

Bootstrap Image Preview