Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামের ১৬ আসনে ৭০ প্লাটুন বিজিবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৬:৩৯ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৬:৩৯ PM

bdmorning Image Preview
প্রতীকী


চট্টগ্রাম প্রতিনিধি:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ১৬ আসনে ক্যাম্প ভিত্তিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। ৭০ প্লাটুন বিজিবি এসব ক্যাম্প থেকেই নির্বাচনে নিরাপত্তার দায়িত্ব পালন এবং বিজিবির কার্যক্রম পরিচালনা করা হবে।

বিজিবির চট্টগ্রামের রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আদিল চৌধুরী বলেন, নির্বাচনী দায়িত্ব পালন করতে চট্টগ্রামের ১৬ আসনে ৭০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে।

তিনি জানান, চট্টগ্রামে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলার ১০ আসন ও জেলা সংশ্লিষ্ট ৩ আসনে ১২টি বিজিবির অস্থায়ী ক্যাম্প তৈরি করা হবে। নগরের ৩ আসনে বিজিবির কার্যক্রম হালিশহর বিজিবির রিজিওনাল সদর দফতর থেকে পরিচালনা করা হবে।

চট্টগ্রাম-১ আসনের জন্য মিরসরাইয়ে, চট্টগ্রাম-২ আসনের জন্য ফটিকছড়িতে, চট্টগ্রাম-৩ আসনের জন্য সন্দ্বীপে, চট্টগ্রাম-৪ আসনের জন্য সীতাকুন্ডে, চট্টগ্রাম-৫ আসনের জন্য হাটহাজারীতে, চট্টগ্রাম-৬ আসনের জন্য রাউজানে, চট্টগ্রাম-৭ আসনের জন্য রাঙ্গুনিয়ায়, চট্টগ্রাম-৮ আসনের জন্য বোয়ালখালীতে, চট্টগ্রাম-১২ আসনের জন্য পটিয়ায়, চট্টগ্রাম-১৩ আসনের জন্য আনোয়ারায়, চট্টগ্রাম-১৪ ও ১৫ আসনের জন্য সাতকানিয়ায় এবং চট্টগ্রাম-১৬ আসনের জন্য বাঁশখালীতে ক্যম্প স্থাপনের কাজ চলছে বলে জানান বিজিবির এ শীর্ষ কর্মকর্তা।

তিনি বলেন এখন শুধু ক্যাম্প স্থাপনের কাজ চলছে। ফোর্সকে নির্বাচনী কাজে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গে আমরা মাঠে কাজ শুরু করবো।’ যোগ করেন ব্রিগেডিয়ার জেনারেল আদিল চৌধুরী।

Bootstrap Image Preview