Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইয়াবা ব্যবসায়ীদের নৌকায় ভোট দিতে নিষেধ করলেন বদি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ০২:৪০ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ০২:৫৩ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে কোনো ইয়াবা ব্যবসায়ীকে নৌকায় ভোট দিতে মানা করেছেন এই আসনের বর্তমান সংসদ সদস্য আব্দুর রহমান বদি। কোনো চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ভোটকেন্দ্রে গেলে তাদের প্রতিহত করতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন তিনি।

কক্সবাজার-৪ আসনে নৌকার প্রার্থী শাহিন আকতারের প্রচারণায় টেকনাফের হ্নীলার রঙ্গিখালীতে বুধবার পথসভায় বক্তব্যকালে এমপি বদি এসব কথা বলেন।

চলতি বছরের মার্চ মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিজিবি, র‍্যাব, পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, কোস্টগার্ড ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে ইয়াবা ব্যবসায়ীদের যে হালনাগাদ তালিকা তৈরী করা হয় সেখানে অবশ্য বাদ যায় বদির নাম।

সবশেষ প্রশাসনিক সেই তালিকা থেকে এমপি বদির নাম বাদ পড়লেও বাদ যায়নি তার স্বজনরা। এমপি বদির ভাই, ভাগ্নে ও পরিবারের একাধিক সদস্যসহ বদির আস্থাভাজন হিসেবে পরিচিত অনেকের নাম আছে শীর্ষ ৬০ গডফাদারের তালিকায়।

এক দশক ধরে বদির বিরুদ্ধে ইয়াবা-কানেকশনের অভিযোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার বদলে স্ত্রী শাহিন আকতারকে নৌকা মার্কায় মনোনয়ন দেয়া হয়।

স্ত্রীর প্রচারণায় বদি বলেন, উখিয়া-টেকনাফের অনেক বদনাম রয়েছে। এখান থেকে অনেক ব্যক্তি সারা বাংলাদেশে ইয়াবা বিক্রি করে। ইয়াবার কলঙ্ক থেকে টেকনাফের নাম মুছে ফেলতে হবে। টেকনাফ থেকে ইয়াবা সরবরাহ বন্ধ করতে হবে। যারা এর সঙ্গে জড়িত তাদেরকে শাস্তি পেতেই হবে। তাদের কোনো রকম রেহাই দেয়া হবে না।

বদি আরো বলেন, যারা ইয়াবা ব্যবসায়ী এবং ইয়াবা ব্যবসায়ীর পৃষ্ঠপোষক তাদের ভোট কেন্দ্রেও প্রতিহত করতে হবে।

তিনি ইয়াবা ব্যবসায়ীদের নৌকায় ভোট না দেয়ার আহবান জানান।

এ সময় টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহম্মদ, হ্নীলা ইউনিয়ন ইউনিয়ন চেয়ারম্যান এস. কে. আনোয়ার, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইউনুস বাঙ্গালী, উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক মাহবুব মুর্শেদ, টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার আলম, সাধারণ সম্পাদক আব্দুল হক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Bootstrap Image Preview