Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলম ও সা. সম্পাদক ফরিদা ইয়াসমিন নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ০১:২৯ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ০১:২৯ PM

bdmorning Image Preview


জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে মুক্তিযুদ্ধের সপক্ষশক্তির নিরঙ্কুশ বিজয় হয়েছে। নির্বাচনে দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে টানা দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়ে প্রেস ক্লাবের ইতিহাসে একমাত্র নারী সাংবাদিক হিসেবে নতুন রেকর্ড গড়েছেন দৈনিক ইত্তেফাকের সিনিয়র সহসম্পাদক ফরিদা ইয়াসমিন।

সভাপতি পদে সাইফুল আলম পেয়েছেন ৬২১ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শওকত মাহমুদ পেয়েছেন ৪৩১ ভোট। সাধারণ সম্পাদক পদে ফরিদা ইয়াসমিন ৫৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইলিয়াস খান পেয়েছেন ৪০৬ ভোট। সিনিয়র সহসভাপতি পদে মো. ওমর ফারুক ৪৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ মেসবাহ উদ্দিন পেয়েছেন ৪১৪ ভোট। সহসভাপতি পদে আজিজুল ইসলাম ভুইয়া পেয়েছেন ৫৫৪ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল হাসান খান পেয়েছেন ৪৪৪ ভোট।

যুগ্মসম্পাদক পদে মাঈনুল আলম ৫৫৪ ও শাহেদ চৌধুরী ৫৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে সাখাওয়াত হোসেন বাদশা ৩৫১, আবু সালেহ আকন ২৮৩ ও মো. আশরাফ আলী ১৭০ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত ৫৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী রওনাক হোসেন পেয়েছেন ৪০৪ ভোট।

এর আগে সাইফুল আলম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ও ফরিদা ইয়াসমিন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গতকাল দিনভর আনন্দঘন পরিবেশে নির্বাচনের পর সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শাহ আলমগীর বিজয়ীদের নাম ঘোষণা করেন। বিজয়ীরা আগামী দুই বছর জাতীয় প্রেস ক্লাবের নেতৃত্ব দেবেন। এ ছাড়া ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিজয়ী অন্য ১০ সদস্য হলেন— কুদ্দুস আফ্রাদ (৫১৫ ভোট), শামসুদ্দীন আহমেদ চারু (৫০৭ ভোট), রেজোয়ানুল হক রাজা (৪৮৪ ভোট), শাহনাজ বেগম (৪৬২ ভোট), সানাউল হক (৪৪২ ভোট), কল্যাণ সাহা (৪৩৯ ভোট), জাহিদুুজ্জামান ফারুক (৪২৯ ভোট), সৈয়দ আবদাল আহমদ (৪১৭ ভোট), বখতিয়ার রানা (৪০১ ভোট) ও হাসান আরেফিন (৩৯১ ভোট)।

গতকাল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে প্রেস ক্লাব প্রাঙ্গণে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ঘূর্ণিঝড়ের প্রভাবে বয়ে যাওয়া তীব্র শীত ও গুঁড়িগুঁড়ি বৃষ্টি সত্ত্বেও উৎসবমুখর পরিবেশে এবারের নির্বাচনে মোট ১ হাজার ২১২ জন ভোটারের মধ্যে ১ হাজার ৬৭ জন ভোট দেন। নির্বাচনের কারণে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ নবীন-প্রবীণ সদস্যের মিলনমেলায় পরিণত হয়। এবারের নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের ১৭টি পদে ৪৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সাইফুল আলম-ফরিদা ইয়াসমিন ও শওকত মাহমুদ-ইলিয়াস খান নামে দুটি পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এ ছাড়া প্যানেলের বাইরে আরও ১০ জন সদস্য বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিএনপিপন্থি প্যানেল থেকে তিনজন সদস্য ও সরকার সমর্থক একজন স্বতন্ত্র সদস্য নির্বাচিত হন।

নির্বাচনের ফল ঘোষণার পর বিজয়ীরা প্রেস ক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে বিজয়ীদের অভিনন্দন জানানো হয়।

Bootstrap Image Preview