Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৮৮ সিসি ক্যামেরা বসছে আবদুল্লাহপুর-যাত্রাবাড়ী সড়কে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ১০:০৪ AM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ১০:০৪ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ঢাকা মহানগরীর আবদুল্লাহপুর-যাত্রাবাড়ী (কাজলা) সড়কের ৩৮টি লোকেশনে প্রাথমিক পর্যায়ে বসানো হচ্ছে ৮৮টি সিসি ক্যামেরা। এ প্রকল্প বাস্তবায়নে বেসরকারি প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোমের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

পুলিশ বলছে, ক্যামেরাগুলো বসলে এ রুটে সহজে যানজট নিরসনের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরালো হবে। ডিএমপি হেডকোয়ার্টার্সে কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার উপস্থিতিতে মঙ্গলবার সকাল ১১টায় এ সমঝোতা স্মারক সই হয়।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দফতর ও প্রশাসন) সুদীপ কুমার চক্রবর্তী ও ফাইবার অ্যাট হোমের ম্যানেজিং ডিরেক্টর মইনুল হক সিদ্দিকী এতে স্বাক্ষর করেন।

এ সময় জানানো হয়, আবদুল্লাহপুর থেকে কুড়িল বিশ্বরোড হয়ে কাজলা, গাবতলী থেকে হানিফ ফ্লাইওভার পুরো অংশ সিসি ক্যামেরার আওতাভুক্ত করা হবে। প্রথম পর্যায়ে আবদুল্লাহপুর থেকে কাজলা পর্যন্ত সিসি ক্যামেরা বসানো হচ্ছে। এ সড়কে ৩৩টি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে।

যেখানে ৩৮টি লোকেশনে প্রাথমিক পর্যায়ে ৮৮টি ক্যামেরা লাগানো হবে। তা দিয়ে যদি আওতাধীন এলাকার রাস্তা ভালোভাবে দৃশ্যমান না হয় তাহলে আরও ক্যামেরা লাগানো হবে। ৩ বছরের জন্য এ চুক্তি করা হয়েছে।

এ সময়ের মধ্যে ক্যামেরা বসানো, সার্ভিসিং ও রক্ষণাবেক্ষণ সবকিছু ফাইবার অ্যাট হোম করবে। ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, আমাদের এ প্রকল্পের আওতা ছোট হলেও একটি অনুকরণীয় বিষয়। সিসি ক্যামেরা বসানো হলে এই এলাকায় যানজট কম হবে।

ট্রাডিশনাল অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যক্তি ও বাণিজ্যিক নিরাপত্তায় এ সিসি ক্যামেরা ভূমিকা রাখবে। অনুষ্ঠানে আরও ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল আলম, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মফিজ উদ্দিন আহমেদ, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) মোসলেহ উদ্দিন আহমেদ ও ফাইবার এট হোমের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Bootstrap Image Preview