Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বঙ্গবন্ধু বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা: আইজিপি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ১০:৪৫ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ১০:৪৫ PM

bdmorning Image Preview


মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, বঙ্গবন্ধু বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশের অস্তিত্ব কল্পনা করা যায় না। তিনি আজীবন দেশের জন্য, দেশের মানুষের জন্য চিন্তা করে ছিলেন।

আইজিপি আজ মঙ্গলবার বিকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষ্যে শিশু-কিশোরদের বিষয় ভিত্তিক রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

অনুষ্ঠানে শিশু কিশোরদের উদ্দেশ্যে আইজিপি বলেন, তোমরা আগামীর ভবিষ্যত, দেশের ভবিষ্যত। তোমাদেরকে বঙ্গবন্ধুকে জানতে হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। তোমাদেরকে মুক্তিযোদ্ধাদের সম্পর্কে জানতে হবে।

অনুষ্ঠানে ২৫ মার্চ কালরাতে পুলিশের প্রথম সশস্ত্র প্রতিরোধ” শীর্ষক রচনা এবং “বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিজয়” এর ওপর চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় রাজধানীর ইংরেজী ও বাংলা মাধ্যমের মোট ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রধান অতিথি বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে ক্রেস্ট, পুরস্কার ও সনদপত্র তুলে দেন।

Bootstrap Image Preview