Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পেথাইয়ের প্রভাবে অব্যাহত থকবে বৃষ্টি, শৈত্যপ্রবাহের সম্ভাবনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ১০:২৩ AM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ১০:৩১ AM

bdmorning Image Preview


বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় পেথাইয়ের প্রভাবে আজও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হেনেছে। এরপর থেকে ঘূর্ণিঝড়টি সেখানে নিন্মচাপ আকারে অবস্থান করছে।

আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী আগামী বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এরপর মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, সোমবার ভারতে আঘাত হানার আগে ‘পেথাই’ দুর্বল হয়ে যায়। উপকূলে আঘাত হানার সময় এর গতিবেগ ছিল ঘণ্টায় ৮০ কিলোমিটার। দুর্বল হলেও এর প্রভাবে দক্ষিণ ভারতের কয়েকটি অঞ্চলে প্রচুর বৃষ্টি হচ্ছে। তার প্রভাব পড়েছে বাংলাদেশেও। ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গোপসাগর অনেকটাই উত্তাল। এ কারণে বাংলাদেশের বিভিন্ন সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, প্রায় সারা দেশের আকাশই মেঘে ঢাকা থাকবে। কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। তবে কাল থেকে পরিস্থিতির উন্নতি হবে।

Bootstrap Image Preview