Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এক রাতের জন্য সিইসিকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানালেন বিএনপি প্রার্থী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ১০:৪৮ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ১০:৪৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নিজের নির্বাচনী এলাকার পরিবেশ দেখতে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন বরিশাল-১ আসনের বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, বাস্তব চিত্র দেখার জন্য ইসি নূরুল হুদাকে আমার বাড়িতে অতিথি হওয়ার আহ্বান জানাচ্ছি। বাস্তব চিত্র দেখার জন্য ইসি আমার বাড়িতে এক রাত অবস্থান করলে 'প্লেয়িং ফিল্ড' কতটা লেভেল তা বুঝতে পারতেন।

সোমবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার শরিকলের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, ক্ষমতাসীন দলের নেতকর্মীদের হামলায় অর্ধশতাধিক বিএনপির নেতাকর্মী আহত হয়েছেন। কমপক্ষে ২৫ জন নেতাকর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছে। বিএনপির ১০ জন নেতাকর্মীর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। রাতের আঁধারে বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ৩০ ডিসেম্বরের আগে এলাকা ছাড়ার হুমকি দেয়া হচ্ছে। আহতদের সরকারি হাসপাতালে ভর্তি নেয়া হচ্ছে না। কয়েকজনকে ভর্তি করা হলেও উদ্দেশ্যমূলকভাবে হাসপাতাল থেকে নাম কেটে দেয়া হচ্ছে। এসব ঘটনায় থানায় কোনো ধরনের মামলা বা জিডি নেয়া হচ্ছে না। থানায় ঢুকতে বাধা দেয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে স্বপন বলেন, আমার প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসানাত আবদুল্লাহ। এ কারণে হাসানাত আবদুল্লাহর পক্ষে কাজ করছে প্রশাসন।

স্বপন বলেন, ১২ ডিসেম্বর নেতাকর্মী নিয়ে নির্বাচনী এলাকায় প্রচারণা শুরু করি। ওই দিন প্রচারণায় অংশ নেয়া নেতাকর্মীদের ওপর হামলা-নির্যাতন করা হচ্ছে। একাধিক নেতার ব্যবসা প্রতিষ্ঠান এবং বাসায় হামলা-ভাঙচুর করে তালা ঝুলিয়ে দিয়েছে ক্ষমতাসীনরা। আমি আজ নিরাপত্তাহীন।

স্বপন নির্বাচন কমিশন ও প্রধান কমিশনারের প্রতি আহ্বান জানান, যতটুটু সময় আছে নিরপেক্ষভাবে দায়িত্বপালন করুন, ইতিহাসে নাম লেখা থাকবে। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায় এড়াতে পারবেন না। জাতীয় পর্যায়ের ঐক্যজোটের হেভিওয়েট অনেক প্রার্থী ঝুঁকি নিয়ে প্রচারণা চালাতে গিয়ে হামলার স্বীকার হয়েছেন।

সংবাদ সম্মেলনে গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview