Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টেলিভিশন কুইজ শোতে কোটি টাকা জিতলেন নরসিংদীর শামীম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ১০:২২ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ১০:২২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নরসিংদীর প্রত্যন্ত গ্রামের শামীম আহমেদ এখন কোটিপতি। ইনডিপেনডেন্ট টেলিভিশনের জ্ঞানভিত্তিক কুইজ শো বাংলাদেশ জিজ্ঞাসায় প্রথম হয়ে এক কোটি টাকা জিতে নিয়েছেন এ মেধাবী। এছাড়া পিরোজপুরের মহসীন উদ্দিন দ্বিতীয়, ঝিনাইদহের বেনজীর আহমেদ তৃতীয় এবং চতুর্থ স্থান দখল করেছেন বরিশালের প্রীতীশ চন্দ্র বিশ্বাস। এদের মধ্যে ২৫ লাখ টাকার পুরস্কার পেলেন পিরোজপুরের মহসীন উদ্দীন। ঝিনাইদহের বেনজীর আহমেদ ১৫ লাখ টাকা আর বরিশালের প্রীতীশ চন্দ্র বিশ্বাস পেয়েছেন ৫ লাখ টাকা।

বাংলাদেশ জিজ্ঞাসার গ্রান্ড ফাইনাল জয়ীর হাতে পুরস্কার তুলে দেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

সারা দেশের ৭৫ হাজার প্রতিযোগী তালিকাভুক্ত হলেও ঢাকায় হওয়া লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মূল পর্বে আসেন আট বিভাগের ৬৪ জন। টানা তিন মাস ধরে বিভিন্ন ধাপ পেরিয়ে ফাইনালে আসেন এই ৪ মেধাবী।

ইনডিপেনডেন্ট টেলিভিশনের আজকের বাংলাদেশের সঞ্চালক খালেদ মুহিউদ্দিনের দারুন সব প্রশ্নের মুখোমুখি হন দেশের এসব মেধাবীরা।

ফল ঘোষণার পর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও এডিটর ইন চিফ শামসুর রহমান, আইএফআইসি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ আলম সারওয়ার, ইনডিপেনডেন্ট টেলিভিশনের চেয়ারম্যান সালমান এফ রহমান। শেষে কোটি টাকার পুরস্কার তুলে দেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

পরে ইনডিপেনডেন্ট টেলিভিশনের চেয়ারম্যান সালমান এফ রহমান জানান, তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্ধুদ্ধ করতে এবং প্রান্তকেও কেন্দ্রে নিয়ে আসতেই এ আয়োজন।

বাংলাদেশের কোন গণমাধ্যমে বাংলাদেশ জিজ্ঞাসাই প্রথম মেধাভিত্তিক রিয়ালিটি শো। মুক্তিযুদ্ধের চেতনায় মেধাবী জাতি গড়তে এ আয়োজন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও এডিটর ইন চিফ এম শামসুর রহমান।

Bootstrap Image Preview